সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যান প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন- এ সফরের ফলে মালয়েশিয়ান সরকারের সঙ্গে নতুন করে আলোচনার পথ উন্মোচিত হয়েছে। এ মাসের ২৯ এবং ৩০ তারিখে যৌথ মিটিংয়ে রি-হায়ারিং এবং কলিংসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
আজ মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম কুলাসেগারান ও স্বরাষ্টমন্ত্রী মহিউদ্দিন ইয়াসীন এর সঙ্গে বৈঠক শেষে রাতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।