­
­
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনিয়োগ সম্মেলনে কেমন সাড়া পেলো বাংলাদেশ?  » «   আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল  » «   ২০২৪ সালে লন্ডন ছেড়েছেন ১১ হাজার ধনী, কোথায় যাচ্ছেন তাঁরা  » «   জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭-৮ শতাংশে নেমে আসবে: গভর্নর  » «   মডেল মেঘনা বিশেষ ক্ষমতা আইনে জেলে, অভিযোগ ছাড়াই আটকের যৌক্তিকতা নিয়ে আবারও প্রশ্ন  » «   ‘আলোয় আলোয় মুক্তির’ সন্ধানে বর্ষবরণ করবে ছায়ানট  » «   মঙ্গল শোভাযাত্রার নাম বদলে গেল  » «   যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ: বিপজ্জনক খেলা, পথ নেই পিছু হটার  » «   বিশ্বকে বদলে দিতে বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ  » «   প্রবাসীদের ভোট পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি  » «   নাসার সাথে চুক্তি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটে যুক্ত হলো বাংলাদেশ  » «   সারা দেশে সরকারি ফার্মেসি চালু করছে সরকার  » «   ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে বাটা-কেএফসি ভাংচুর : ৪ মামলা, গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান  » «   গাজায় গণহত্যা: ছয় জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর, হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ  » «   গাজার ৫০ শতাংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে, সংকুচিত হয়ে পড়ছেন ফিলিস্তিনিরা  » «  

সেরা বিশ্বকাপ একাদশ–বাংলাদেশের কেউ নেই



আগামী ৩০ মে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসরের। সে হিসেবে বাকি আছে আর মাত্র ৩৪ দিন। ইতোমধ্যেই চারদিকে শুরু হয়েছে ক্রিকেট উন্মাদনা। ক্রিকেটবিষয়ক নিউজ পোর্টালগুলোও বিশ্বকাপ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করা শুরু করেছে। গতকাল সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশ প্রকাশ করেছে জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো। এতে জায়গা পাননি কোনো টাইগার ক্রিকেটার। এ ছাড়া নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কোনো ক্রিকেটারের নামও এই একাদশে নেই।

উপমহাদেশের ৫ ক্রিকেটার আছেন এই একাদশে। এর মধ্যে ভারতীয় ক্রিকেটার আছেন একজন। আর পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে জায়গা পেয়েছেন দুজন করে ক্রিকেটার।
সর্বকালের শ্রেষ্ঠ বিশ্বকাপ একাদশে জায়গা পাওয়া দুই পাকিস্তানি ক্রিকেটারের একজন হলেন কিংবদন্তি অলরাউন্ডার ইমরান খান। তার অসাধারণ নেতৃত্বেই ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। অধিনায়ক হিসেবে ক্রিকইনফো প্রকাশিত সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশে জায়গা পেয়েছেন ইমরান। একাদশে থাকা অন্য পাকিস্তানি ক্রিকেটার হলেন ওয়াসিম আকরাম। ক্যারিয়ারে ৩৮টি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন ওয়াসিম, পেয়েছেন ৫৫ উইকেট। তাই এই পেসারের একাদশে থাকাতে অবাক হওয়ার কিছু নেই। এই একাদশে থাকা একমাত্র ভারতীয় ক্রিকেটার হলে শচিন টেন্ডুলকার। বিশ্বকাপে ৪৫ ম্যাচে ৬ সেঞ্চুরিতে ২২৭৮ রান করেছেন তিনি। শচিনকে এই একাদশে রাখা হয়েছে ওপেনার হিসেবে। ওপেনিংয়ে শচিনের সঙ্গী হিসেবে আছেন মারকুটে অজি উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। ওয়াসিম আকরামের সঙ্গে পেস অ্যাটাক সামলানোর দায়িত্বে রয়েছেন অজি পেসার গ্লেন ম্যাকগ্রা। স্পিনার আছেন দুজন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। ইমরান খান ছাড়াও এই স্কোয়াডে রয়েছেন আরেকজন অলরাউন্ডার। তিনি হলেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার ল্যান্স ক্লুজনার।

সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশ : ইমরান খান (অধিনায়ক), অ্যাডাম গিলক্রিস্ট (উইকেটরক্ষক), শচিন টেন্ডুলকার, রিকি পন্টিং, ভিভ রিচার্ডস, কুমার সাঙ্গাকারা, ল্যান্স ক্লুজনার, ওয়াসিম আকরাম, শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরন ও গ্লেন ম্যাকগ্রা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন