অবশেষে প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দরে অবতরণ করলো বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট। ২৪৭ জন যাত্রী নিয়ে ২৪ জুন বাংলাদেশ থেকে যাত্রা করে ড্রিম লাইনার বোয়িং ৭৮৭ এর বিজি ৪১৪৭ নম্বরের এই বিশেষ ফ্লাইটটি অবতরণ করে।
করোনা ভাইরাস মহামারিতে বাংলাদেশ আটকে পড়া ফ্রান্স প্রবাসীদের নিয়ে এই বিশেষ ফ্লাইটটি স্থানীয় সময় বিকাল ৫টায় অবতরণ করে।
এর আগে বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগীতায় অল ইউরোপীয়ান বাংলাদেশ এসোসিয়েশন আয়েবার উদ্যোগে এবং ফ্রান্স আওয়ামীলীগের সহযোগীতায় এই বিশেষ ফ্লাইটটির সকল কার্য্যক্রম সম্মন্ন করা হয়।
রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন, আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, আয়েবা নেতৃবন্দ এবং ফ্রান্স আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বিমান বন্দরে আগত যাত্রীদের স্বাগত জানান।
রাষ্ট্রদূত ইমতিয়াজ হোসেন, এ বিশেষ ফ্লাইট আয়োজনের উদ্যোগ গ্রহণের জন্য আয়েবা এবং ফ্রান্স আওয়ামী লীগ – কে ধন্যবাদ জানান। এ ছাড়াও তিনি বাংলাদেশ বিমান এবং বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাষ্ট- কে ও তাঁদের সার্বিক সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান।