­
­
শুক্রবার, ২ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞায় কী প্রভাব পড়বে বাংলাদেশ–ভারতে  » «   কাশ্মীর হামলা: কেমন হতে পারে ভারতের জবাব, ইতিহাস কী বলে?  » «   মানবিক করিডর আসলে কী, বিশ্বের আর কোথায় আছে, কতটা কার্যকর?  » «   বিএনপি না জামায়াত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থি দলগুলো?  » «   সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «  

স্বাধীনতা দিবস উপলক্ষে ম্যানচেষ্টার দূতাবাসে কুটনীতিকদের সংবর্ধনা



বাংলাদেশের ৪৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে ম্যানচেস্টারস্থ বাংলাদেশ হাইকমিশন গত ২৮ মার্চ সন্ধ্যায় বিভিন্ন দেশের কুটনীতিকদের সংবর্ধনা ও এক সুধী সমাবেশের আয়োজন করে । ম্যানচেষ্টারের এক অভিজাত রেষ্টুরেন্টে আয়োজীত এ সমাবেশে উপস্থিত ছিলেন চীন, রিপাবলিক অব পর্টল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, পাকিস্তান, লিবিয়া, চেক রিপাবলিক, হাঙ্গেরী ও ইরাকের কনসাল জেনারেলবৃন্দ। উপস্থিত ছিলেন ভ্রাতৃপ্রতিম বিভিন্ন দেশের দুতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাগণ । অনুষ্ঠানের শুরুতে ব্রিটেনের ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। জাতীয় সঙ্গীতের পর স্বাগতিক বক্তব্য রাখেন ম্যানচেস্টারের সহকারি হাইকমিশনার আব্দুল নাসের মোহাম্মদ আনোয়ারুল ইসলাম । তিনি তাঁর বক্তব্যে বলেন, পাকিস্থানী বাহিনী ২৫ মার্চ রাত নৃশংস হত্যাযজ্ঞ শুরু করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে শুরু হওয়া স্বাধীনতার সংগ্রামে ৯ মাসে ৩০ লাখ মানুষ আত্নহুতি দেয়, ২ লাখ নারী তাদের সম্ভম হারায়। অবশেষে সংগ্রাম আর আত্নাহুতির মধ্যি দিয়ে ১৬ই ডিসেম্বরে এসে বাংলাদেশ বিজয় অর্জন করে।তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আজ বাংলাদেশ সারা পৃথিবীতেই উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত।

সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিটেনের রাণির প্রতিনিধি নাইট অব দি অর্ডার অব সেন্ট জন ,জেপি ডিলিট এলএলডি হার ম্যাজিস্ট্রিস লর্ড লেফেটেন্ট অব গ্রেটার ম্যানচেষ্টার ওয়ারেন জেম স্মীথ।  তার বক্তৃতায় বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়শি প্রশংসা করেন। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে, খাদ্য দিয়ে সারা পৃথিবীতেই বাংলাদেশ মানবতার এক উজ্জল উদাহরন সৃষ্ঠি করেছে বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন। এছাড়া অতিথি ছিলেন ম্যানচেষ্টারের লর্ড মেয়র কাউন্সিলার জুন হিচেন, ভাইস লর্ড লেফটেনেন্ট পল গ্রিফিথ।

এ সূধী সমাবেশে উপস্থিত ছিলেন ওল্ডাম,রচডেল,সলফোর্ড,বল্টন, ট্রাফোর্ড,কিথলি, সাউথ থাইনসাইড, লিভারপুলসহ বিভিন্ন কাউন্সিলের মেয়র ও মেয়রেসবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন ম্যানচেষ্টার সিটি কাউন্সিলসহ বিভিন্ন কাউন্সিল থেকে নির্বাচিত বাংলাদেশী কাউন্সিলারবৃন্দ।

দূতাবাসের সোসিয়েল সেক্রেটারী জিল্লুর রহমানের উপস্থাপনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানচেস্টার ওল্ডহ্যাম,হাইড,বার্ণলি, লিভারপুল, মিডিসবরাসহ নর্থ ইংল্যান্ডের বাঙ্গালি কমিউনিটির সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন