­
­
শুক্রবার, ২ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞায় কী প্রভাব পড়বে বাংলাদেশ–ভারতে  » «   কাশ্মীর হামলা: কেমন হতে পারে ভারতের জবাব, ইতিহাস কী বলে?  » «   মানবিক করিডর আসলে কী, বিশ্বের আর কোথায় আছে, কতটা কার্যকর?  » «   বিএনপি না জামায়াত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থি দলগুলো?  » «   সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «  

লন্ডনে বড়লেখা ফুটবল ক্লাব ইউকে‘র  এক ব্যতিক্রমী প্রীতি ফুটবল প্রতিযোগিতা



 

 

মহান বিজয় দিবস উপলক্ষে বড়লেখা ফুটবল ক্লাব ইউকে  লন্ডনে এক ব্যতিক্রমী প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে।যেখানে বয়স্কদের পাশাপাশি তরুনদেরও  প্রতিযোগিতাপূর্ণ অংশগ্রহন ছিল।

১৬ ডিসেম্বর রবিবার ওয়েস্টহাম ইউনাইটেড ট্রেনিং গ্রাউন্ড পার্কে অনুষ্ঠিত প্রীতি ফুটবল  প্রতিযোগিতার  উদ্বোধন করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা  পীরজাদা হোসাইন আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক কাউন্সিলর উপাধক্ষ্য রাজন উদ্দিন জালাল। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলার রাবিনা খান ও আয়েশা চৌধুরী, সাবেক কাউন্সিলর জয়নাল চৌধুরী ও আমিনুল খান, সাপ্তাহিক জনমতের সহকারী সম্পাদক মুসলেহ উদ্দিন আহমদ ,ব্যবসায়ী আবু রহমান।

বড়লেখা ফুটবল ক্লাব ইউকে  সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি ইউনুস মিয়া ও ক্রীড়া সম্পাদক সালাহ উদ্দিন এনাম।

সার্বিক তত্বাবধানে সংগঠনের অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রুনু মিয়া, ম্যানেজার বাবুল হোসেন,সহ ম্যানেজার নাজিম উদ্দিন,কোষাধ্যক্ষ সাহাব আহমেদ, আব্দুল মানিক,সহ সভাপতি কামাল উদ্দিন,সহ সাধারণ সম্পাদক লিয়াকত খান,কামরুল ইসলাম,সহ সাধারণ সম্পাদক আব্দুল মোনিম বেলাল।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মানিক,জাহেদ আহমদ রাজ,জাহাঙ্গির আলম, নাসির উদ্দিন আরিফ, সিরাজ উদ্দিন,আবুল কালাম রুকন ও আক্তার জামান।

প্রীতি ফুটবল প্রতিযোগিতার  পৃষ্টপোষক ছিলেন- ফেইথ প্রিন্টিং এর স্বত্বাধিকারী মুসলেহ উদ্দিন আহমদ, মোদাব্বির হোসেন এন্ড চাটার্ড একাউন্টের মোদাব্বির হোসেন, কুইন্স ইন্ডিয়ান রেষ্টুরেন্ট এর আবু রহমান, এডমন্ট অটো সার্ভিসের রহিম উদ্দিন, সাপোটিং কেয়ার সার্ভিস এর পরিচালক মুহিবুস সামাদ সবু,, ক্লিসল্ট স্পাইস রেষ্টুরেন্ট এর ইলিয়াছ আহমেদ, চান্দগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ও বড়লেখা  ফ্রেন্ডস ক্লাব ইউকে ও বাংলাদেশ থেকে আগত বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

সংগঠনের সদস্যদের সাথে খেলাধুলা ও সামাজিক মেলবন্ধনকে দৃঢ় করতে  নতুন প্রজন্মের সক্রিয় অংশগ্রহন ছিল। প্রীতি ফুটবল ম্যাচে সংগঠনের  সিনিয়র এবং জুনিয়র গ্রুপে মোট চারটি টিম অংশগ্রহন করে। খেলা শেষে বিজয়ী ও বিজিতদের হাতে  পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

বড়লেখা ফুটবল ক্লাব ইউকে এর ব্যতিক্রমি ক্রীড়া প্রতিযোগিতাকে কমিউনিটির জন্য ইতিবাচক বার্তা বহন করবে অভিমত ব্যক্ত করে অতিথিরা বলেন  সামাজিক ও ঐতিহ্যিক মেলবন্ধকে এই রকম অনুষ্ঠানের কোন বিকল্প নেই। যা শারিরীক সুস্থতার পাশাপাশি সামাজিক সম্পর্ক উন্নয়নেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

কণ্ঠ: সুমু মির্জা

 

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন