শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই  » «   লন্ডন মুসলিম সেন্টারে দুই শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ফেইথ ইন এনভারনমেন্ট’ সামিট  » «   রোবটিক্স বিজ্ঞানী ড. হাসান শহীদের নেতৃত্বে কুইন মেরি ইউনভার্সিটি অব লন্ডনে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবন  » «   লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অফস্টেড রিপোর্টে ‘গুড’ গ্রেড অর্জন  » «   টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস : ১৮৫ জন শিক্ষার্থীকে সম্মাননা  » «   ব্যারিস্টার নাজির আহমদের “ইন্সপায়ার এ মিলিয়ন”নামে চ্যারিটি প্রতিষ্ঠার ঘোষণা  » «   সম্মিলিত সাহিত্য ও  সাংস্কৃতিক পরিষদের ২০২৫-২৬ পরিচালনা পর্ষদ গঠন  » «   গ্রেটার ফতেহপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত  » «   আওয়ামী লীগ ও জামায়াতের মিল আর গুজব রাজনীতি  » «   পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন ডা. শফিকুর রহমান  » «   প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন  » «   শেখ হাসিনা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা  » «   ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড অনুষ্ঠান ১২ নভেম্বর  » «   বিসিএর ১৭তম এওয়ার্ড : উদযাপিত হলো বাংলাদেশী কারি শিল্পের সাফল্য  » «   কবি ফয়জুল ইসলাম ফয়েজনূরের প্রথম কাব্যগ্রন্থ ‘ভালোবাসার আগ্রাসন’র মোড়ক উন্মোচন  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের রানার্স আপ হলেন রফিকুল ইসলাম বাদলের মেয়ে সালওয়া



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ এর গ্র্যান্ড ফাইনালে সেরা ১০ সুন্দরীদের প্রথম রানার্স আপ হয়েছে সিলেটের বিয়ানীবাজারের মেয়ে নিশাত নাওয়ার সালওয়া।

বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কানলী গ্রামের বাংলাদেশে পরিকল্পনা মন্ত্রণালয় এর পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মহা-পরিচালক মো. রফিকুল ইসলাম বাদলের মেয়ে।

চূডান্ত পর্বে তিন প্রতিযোগীর মধ্যে তুমুল প্রতিযোগিতা চলে। নিশাত নাওয়ার সালওয়াকে পেছনে ফেলে পিরুজপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হন। দ্বিতীয় রানার্সআপ হয়েছে বুশরা।

সোমবার গ্র্যান্ড ফিনালের আসর বসেছিল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার রাজদর্শনে সেরা দশ থেকে পর্যায়ক্রমে সালওয়া, সেরা পাঁচ, সেরা তিন অতিক্রম করে সেরা দুইয়ে জায়গা করে নেন। তবে উত্তেজনাকর শেষ মুহূর্তে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ রানার্সআপ নির্বাচিত হন বিয়ানীবাজারের এ কৃতি সন্তান।

খবরটি বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কানলী গ্রামে আনন্দে উদ্বেলিত নিশাত নাওয়ার সালওয়া স্বজনরা। গ্রামজুড়ে যেন ছড়িয়ে পড়েছে ঈদের আনন্দ। সবার মুখেই একই কথা ‘আমাদের সালওয়া মিস ওয়র্ল্ড বাংলাদেশ রানার্সআপ’। নিশাত নাওয়ার সালওয়া’র এই অসামান্য সফলতার ঢেউ লেগেছে বিয়ানীবাজার উপজেলা জুড়ে। অনেকে সামাজিক মাধ্যমে সালওয়া কে অভিনন্দন জানিয়ে পোষ্টও দিচ্ছেন।

সালওয়া’র ফুফু ডা: রওশনারা বলেন, বিয়ানীবাজারের মত একটি রক্ষণশীল এলাকার মেয় হিসেবে সালওয়া যা করেছে সেটা এক কথায় অসাধারণ। আমরা তার এ কৃতিত্বপূর্ণ অর্জনে খুব খুশি হয়েছি এবং তাকে অভিনন্দন জানাচ্ছি। সে বাংলাদেশের নারী জাগরণে ও আর্ত সামাজিক উন্নয়নে কাজ করবে এই আশা ব্যক্ত করছি।

কানলী গ্রামের বাসিন্দা ও সালওয়া’র চাচা মাহমুদুল হাসান বলেন, সালওয়া আমাদের গর্ব। সে শুধু আমাদের গ্রামের মুখ উজ্জল করেনি সে আমাদের উপজেলাকে গর্বিত করেছে। এখন ভালোই লাগে এই ভেবে যে, ও এলাকার জন্য সুনাম বয়ে আনছে। আমরা দোয়া করি সালওয়া আরো সামনে এগিয়ে যাবে।

কানলী গ্রামের ইকবাল হোসেন বলেন, সালওয়ার আমাদের গর্ব তার সফল্য আমরা গর্বিত। আমরা গ্রামবাসী তার সাফল্য আমরা আনন্দিত। গ্রামের কয়েকজনের সাথে কথা হয়েছে তার গ্রামবাসীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেব।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের পুরো খবর পড়ুন এই লিংকে এই লিংকে

 


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন