মঙ্গলবার, ৬ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
শিক্ষকদের কল্যাণে কাজ করবে- টি আলী স্যার ফাউন্ডেশন  » «   প্যারিসে জাতীয় বাজেটে প্রবাসীদের প্রত্যাশা- শীর্ষক আলোচনা অনুষ্ঠিত  » «   ফরাসি ভাষা শিক্ষায় ‘বেসিক-ফ্রঁসে বাংলা’ অ্যাপ্লিকেশনের আনুষ্ঠানিক উদ্বোধন  » «   গবেষণা এবং শিক্ষাদানের উৎকর্ষতা চ্যালেঞ্জ মোকাবিলার উপাদান – প্রফেসর মোহাম্মদ মুশফিক উদ্দিন  » «   আনোয়ারুল ইসলাম অভির সিভিক এওয়ার্ড লাভ  » «   ভেজিটেবল অয়েলের পেছনে পাশ্চাত্যের দুর্নীতির ইতিহাস ও আমাদের করণীয়  » «   যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই ক্যাম্পেইন: গ্রীনস্ট্রিটে ব্যাপক প্রচারণা  » «   যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবীতে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলে  সমাবেশ অনুষ্ঠিত  » «   যুক্তরাজ্যবাসী সাংবাদিক রহমত আলীকে নিয়ে বিশ্বনাথ পৌর মেয়র মুহিবের অশালীন মন্তব্যের ক্ষোভ ও নিন্দা জানিয়েছে লন্ডন বাংলা প্রেসক্লাব  » «   যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই  » «   যুক্তরাজ্যে ঈদের দিনে ছুটি চাই  » «   ঈদের ছুটি- ব্যবসায় লস নয় ব্র্যান্ডিং এর সুযোগ!  » «   দুই প্রেসিডেন্টের কথার লড়াই ও ক্রীড়াঙ্গণের থলের বিড়াল  » «   যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবীতে  হোয়াইটচ্যাপেলে সমাবেশ ১৮ এপ্রিল মঙ্গলবার  » «   পহেলা বৈশাখ থেকে অনলাইনে শতভাগ ভূমি উন্নয়ন কর  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের রানার্স আপ হলেন রফিকুল ইসলাম বাদলের মেয়ে সালওয়া



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ এর গ্র্যান্ড ফাইনালে সেরা ১০ সুন্দরীদের প্রথম রানার্স আপ হয়েছে সিলেটের বিয়ানীবাজারের মেয়ে নিশাত নাওয়ার সালওয়া।

বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কানলী গ্রামের বাংলাদেশে পরিকল্পনা মন্ত্রণালয় এর পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মহা-পরিচালক মো. রফিকুল ইসলাম বাদলের মেয়ে।

চূডান্ত পর্বে তিন প্রতিযোগীর মধ্যে তুমুল প্রতিযোগিতা চলে। নিশাত নাওয়ার সালওয়াকে পেছনে ফেলে পিরুজপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হন। দ্বিতীয় রানার্সআপ হয়েছে বুশরা।

সোমবার গ্র্যান্ড ফিনালের আসর বসেছিল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার রাজদর্শনে সেরা দশ থেকে পর্যায়ক্রমে সালওয়া, সেরা পাঁচ, সেরা তিন অতিক্রম করে সেরা দুইয়ে জায়গা করে নেন। তবে উত্তেজনাকর শেষ মুহূর্তে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ রানার্সআপ নির্বাচিত হন বিয়ানীবাজারের এ কৃতি সন্তান।

খবরটি বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কানলী গ্রামে আনন্দে উদ্বেলিত নিশাত নাওয়ার সালওয়া স্বজনরা। গ্রামজুড়ে যেন ছড়িয়ে পড়েছে ঈদের আনন্দ। সবার মুখেই একই কথা ‘আমাদের সালওয়া মিস ওয়র্ল্ড বাংলাদেশ রানার্সআপ’। নিশাত নাওয়ার সালওয়া’র এই অসামান্য সফলতার ঢেউ লেগেছে বিয়ানীবাজার উপজেলা জুড়ে। অনেকে সামাজিক মাধ্যমে সালওয়া কে অভিনন্দন জানিয়ে পোষ্টও দিচ্ছেন।

সালওয়া’র ফুফু ডা: রওশনারা বলেন, বিয়ানীবাজারের মত একটি রক্ষণশীল এলাকার মেয় হিসেবে সালওয়া যা করেছে সেটা এক কথায় অসাধারণ। আমরা তার এ কৃতিত্বপূর্ণ অর্জনে খুব খুশি হয়েছি এবং তাকে অভিনন্দন জানাচ্ছি। সে বাংলাদেশের নারী জাগরণে ও আর্ত সামাজিক উন্নয়নে কাজ করবে এই আশা ব্যক্ত করছি।

কানলী গ্রামের বাসিন্দা ও সালওয়া’র চাচা মাহমুদুল হাসান বলেন, সালওয়া আমাদের গর্ব। সে শুধু আমাদের গ্রামের মুখ উজ্জল করেনি সে আমাদের উপজেলাকে গর্বিত করেছে। এখন ভালোই লাগে এই ভেবে যে, ও এলাকার জন্য সুনাম বয়ে আনছে। আমরা দোয়া করি সালওয়া আরো সামনে এগিয়ে যাবে।

কানলী গ্রামের ইকবাল হোসেন বলেন, সালওয়ার আমাদের গর্ব তার সফল্য আমরা গর্বিত। আমরা গ্রামবাসী তার সাফল্য আমরা আনন্দিত। গ্রামের কয়েকজনের সাথে কথা হয়েছে তার গ্রামবাসীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেব।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের পুরো খবর পড়ুন এই লিংকে এই লিংকে

 


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন