লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ম বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব২০১৮ ।
আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের ব্রার্ডি আর্ট সেন্টারে অনুষ্ঠানে যোগ দিচ্ছে বাংলাদেশ এর অনেকগুলো প্রকাশনী সংস্থা। বাংলাদেশসহ বিলেতের ২০টি প্রকাশনী স্টল থাকছে বইমেলায়। অনুষ্ঠানের আয়োজক সংগঠক সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ ইউকে।
লেখক,পাঠক প্রকাশনী সংস্থার মেলবন্ধন এর প্রাসঙ্গিকতা নিয়ে ৫২বাংলাটিভি কথা বলেছে বিলেতে সাহিত্য ,সংস্কৃতি ও সাংবাদিকতায় জড়িত কিছু প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের সাথে-
কণ্ঠ: তিশা সেন