গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা আগামীকাল ৭ জুলাই রোববার অর্ধ দিবস হরতাল সফল করতে বিয়ানীবাজারে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের কমিউনিস্ট পাটি সিপিবি বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে শনিবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টায পঞ্চখন্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরীর সমনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে হরতালের সমর্থনে একটি মশাল মিছিল পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্টেন্ডে এসে শেষ হয়।
বাংলাদেশের কমি্উনিস্ট পাটি বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি কমরেড এডভোকেট আবুল কাসেমের সভাপতিত্বে এবং ছাত্র ইউনিয়ন বিয়ানীবাজার উপজেলা সংসদের আহবায়ক ফারাজ আবিরের পরিচালনায় সমাবেশগুলোতে বক্তব্য রাখেন সিপিবি সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড হাবিবুল ইসলাম খোকা,বিয়ানীবাজার উপজেলা কমিটির সভাপতি কমরেড এডভোকেট আবুল কাসেম সাধারণ সম্পাদক কমরেড মো. আনিসুর রহমান , সাংবাাদিক হাসান শাহরিয়ার ,সিপিবি নেতা পৌর কা্উন্সিলর আকছার হোসেন,প্রভাষক বিজিত আচার্য্য,বিয়ানীবাজার ট্রেড ইউনিয় কেন্দ্রের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আবুল , ছাত্র ইউনিয়ন নেতা ইসতিয়াক হিমেল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সারাবিশ্বে যখন গ্যাসের মূল্য কমছে সেখানে আমাদের দেশে অযৌক্তিক গ্যাসের মূল্যবৃদ্ধি করা হচ্ছে লুটেরা ব্যবসায়ীদের স্বার্থে। ব্যবসায়ীদের পকেট ভারি করতে জনগণের পকেট কাটার ব্যবস্থার আয়োজন।
বক্তারা অগণতান্ত্রিকভাবে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারে সরকারকে বাধ্য করতে আগামীকাল ৭ জুলাই রোববার ৬-২ টা হরতাল সফল করার জন্য বিয়ানীবাজারবাসীর প্রতি আহবান জানান।