রোমে সেন্তসেল্লে ঐক্য পরিষদের বর্ণাঢ্য বৈশাখী উৎসব
- আপডেট সময় : ০৩:৪২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / 412

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ইতালির রোমের সামাজিক সংগঠন সেন্তসেল্লে ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় বৈশাখী উৎসব। উৎসবে অংশ নেন নানা ভাষাভাষী ও সংস্কৃতির মানুষ। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এ উৎসব প্রাণ-সঞ্চার করে। জানিয়েছেন রোম থেকে মিনহাজ হোসেন।
সবাই ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই উৎসবে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, দেশীয় নাস্তা ও বিভিন্ন পদের ভর্তাসহ নানা রকম ঐতিহ্যবাহী বাঙালি খাবার।
আলোচনাপর্বে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন সেন্তসেল্লে ঐক্য পরিষদ ইতালির সভাপতি ইসরাফিল বারী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুমন ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সুমন। উপস্থিত ছিলেন রোমের বিভিন্ন আঞ্চলিক , সামাজিক, রাজনৈতিক, ব্যবাসায়ী, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচকরা বলেন, বৈশাখী আয়োজন শুধু একটি উৎসব নয়, বরং এটি ছিল কমিউনিটি ঐক্য এবং সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়ার একটি প্রয়াস। ‘বাংলা নববর্ষ উদযাপন আমাদের সংস্কৃতির শক্তি তুলে ধরার এক সুযোগ। পহেলা বৈশাখ উদযাপন করা মানে শুধুমাত্র উৎসবে মেতে ওঠা নয়, বাঙালির বর্ষবরণ ও সংস্কৃতিকে প্রবাসেও উজ্জীবিত রাখা হোক মুখ্য উদ্দেশ্য।
নাচ, গান আর প্রাণের উৎসবে মেতে উঠেন পরিবার পরিজন নিয়ে আসা প্রবাসীরা।
বর্ণাঢ্য এই উৎসব বাংলা কৃষ্টি ও সংস্কৃতি বেড়ে ওঠা প্রজন্ম ও বিদেশীদের মাঝে পরিচিতি তুলে ধরার লক্ষ্যেই তাদের এই আয়োজন বলে জানান আয়োজকরা।























