­
­
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «   পাকিস্তানের আছে ১৫০টি পরমাণু বোমা, ভারতের কত?  » «   কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের লড়াইয়ের কারণ কী?  » «  

দুবাই কনসুলেটে বাংলাদেশের পর্যটন নিয়ে সভা



বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। পুরো পৃথিবী অবাক বিস্ময়ে এ উন্নয়ন যাত্রা লক্ষ্য করছে। অপার সৌন্দর্যের এ দেশে আছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন সহ ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন স্থাপনা। আছে সাথে বিভিন্ন ধরণের খাবার, পোশাক ও শিল্প-সংস্কৃতি। এসব জিনিসে শুধু দেশি নয়, বিদেশী লোকের ও মন জিতার শক্তি রয়েছে। কিন্তু আমাদের পর্যটনশিল্পকে বিশ্বদরবারে তুলে ধরতে, সরকার, দূতালয় সহ দেশ-বিদেশে থাকা সকল প্রবাসীদেরও এতে ভূমিকা রয়েছে। আর সেই জন্যে, সবাইকে এগিয়ে আসতে আহ্ববান জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আতিকুল হক।

দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২৮ এপ্রিল থেকে ১ লা মে পর্যন্ত চলে এরাবিয়ান ট্রাভেল মার্কেট। ৪ দিন ব্যাপী মেলা শেষে প্রাপ্তি ও প্রত্যাশা নিয়ে বুধবার একটি আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ কনস্যুলেট, দুবাই।

বাংলাদেশ কনসুলেটের শ্রম কাউন্সেলর ফাতেমা জাহানের সঞ্চালনায় ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ভুবন চন্দ্র বিশ্বাস-এর সভাপতিত্বে, সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর উপ সচিব ইশরাত জাহান ও দেশ থেকে আসা বিভিন্ন ট্যুর অপারেটরস।

এবছরের প্রদর্শনীর সফলতা ও সামনের বছরে কেমনে আরো ভালো ভাবে বাংলাদেশ কে উপস্থাপন করা যায়, এ নিয়ে বক্তব্য রাখেন মেলাতে অংশগ্রহণকারী টুর অপারেটরস।

সভায় আরো উপস্থিত ছিলেন, প্রথম সচিব (পাসপোর্ট) নূর ই মাহবুবা জয়া, প্রথম সচিব (শ্রম) ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন, দূতালয় প্রধান প্রবাস লামারং, বিমানের রিজিওনাল ম্যানেজার দিলীপ কুমার চৌধুরী ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।

সামনের বছর মেলায় আরো ভালো করতে ও পর্যটন শিল্প কে আরো আরো ভালো করতে সবাই একজোট হয়ে কাজ করে যাবে বলে জানিয়েছেন সভায় উপস্থিত বিভিন্ন কোম্পানির কর্মকর্তারা। পরে আমন্ত্রিত অতিথিদের বাংলাদেশী খাবারে আপ্যায়ণ করা হয়।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন