দুই হাজার একুশে’র একুশেতে
- আপডেট সময় : ০৫:৫০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
- / 1285
একুশে বাঙ্গালিদের প্রাণ । শুধু বাংলাদেশী নন, বাংলা ভাষাভাষি মানুষ যেখানেই, সেখানেই একুশে প্রাণ জাগানিয়া। একুশে ভাষার দাবীতে বাঙ্গালি জাতির দাবী আদায়ের রক্তমাখা প্রথম প্রতিবাদ ।
শুধুই কি প্রতিবাদের ভাষা একুশে ? একুশে মানে বিদ্রোহ, বিদ্রোহ মানে রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে গর্জে উঠা । এ বিদ্রোহেই জন্ম নিয়েছিলো একটা স্বাধীন দেশের অংকুর ।
বায়ান্নে’র একুশে’র প্রেরণা—-ছেষট্টি, উনসত্তর আর একাত্তর তথা একটা দেশ বাংলাদেশ ।
একুশে মানে শুধুই নয় উৎসাহ আর উদযাপন, একুশ মানে মাথা না নোয়ানো, একুশ মুষ্টিবদ্ধ হাত, একুশ মানে এগিয়ে যাওয়া , একুশ মানে যৌবনময় যোদ্ধার ছুটেচলা ।
দুর্বৃত্তায়ন-দূর্নীতি’র বিরুদ্ধে সোচ্চার হওয়াই একুশের ভাষা ।একনায়কতান্ত্রিক সমাজ আর রাজনীতির অচলায়তন ভেঙ্গে গনতন্ত্র সুসংহত করাই একুশের অঙ্গিকার। স্বৈরাচার-সাম্প্রদায়িকতার বিপরীতে বুট টান করে এগিয়ে যাওয়াই হলো একুশের চেতনা।
বাংলা-বাঙ্গালির চেতনার সেই বহ্নিশিখা নিয়েই দাাঁড়িয়ে আছে বাংলাদেশের বাইরে নির্মিত পৃথিবীর প্রথম শহিদ মিনার যুক্তরাজ্যের ওল্ডহ্যাম শহরে ।এবং পৃথিবীর দেশে দেশে ।
দ্রোহী চেতনা নিয়েই বাঙালি জাতি আগাক, তারুণ্য উজ্জীবিত হোক– এই অঙ্গিকার হোক দুই হাজার একুশে’র একুশেতে।




















