সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ব্যবসায়িদের সংগঠন বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আজমানের একটি অভিজাত হোটেলে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান।
সংগঠনের সাধারণ সম্পাদক বারেকুজ্জামান ও তারিকুল ইসলাম শামীমের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আল হিয়াম গ্রুপের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ খা মজনু। বিশেষ অতিথি ছিলেন ইউ এ ই এক্সচেঞ্জের বাজারজাত প্রধান কর্মকর্তা সুলতান মাহমুদ, বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সহ সভাপতি ইসমাইল গণি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন আজমানের সভাপতি হাসান জাকির, বিবিএফের সিনিয়র সহ সভাপতি কামাল হোসেন, আহসান হাবিব, ও আব্দুস সাত্তার সহ আরো অনেকে।
অনুষ্ঠানে কবিতা আবৃতি, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, মেধা যাচাই সহ নানাধরণের দেশীয় প্রতিযোগিতার আয়োজন করা হয। পরে বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়।
এ সময় ইউ,এ,ই এক্সচেঞ্জের পক্ষ থেকে লাকী কুপনে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।