ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের চাপ বাড়বে সড়ক, নৌ ও রেলপথসহ সব পথেই ঈদুল ফিতরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ছুটি আরও একদিন বাড়িয়েছে সরকার।
বৃহস্পতিবার ( ২০ মার্চ ২০২৫) উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল ছুটি ঘোষণা করায় এবারে টানা ৯ দিনের ছুটি (সাপ্তাহিক ছুটিসহ) ভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা । এর ফলে এবার ২৮শে মার্চ থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত টানা নয় দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে ঈদ উপলক্ষ্যে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করে সরকার।
৩১শে মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। অর্থাৎ ২৯, ৩০, ৩১শে মার্চ এবং পহেলা ও দোসরা এপ্রিল পর্যন্ত থাকবে এই ছুটি।
মূলত এই ঘোষিত ছুটির আগে-পরে স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি পড়ছে। মাঝখানে ২৭শে মার্চ বৃহস্পতিবার এবং তেসরা এপ্রিল বৃহস্পতিবার এই দুই দিন অফিস খোলা ছিল।
যদি দুই বৃহস্পতিবার ছুটির আদেশ আসতো তাহলে টানা ১১ দিনের ছুটি (সাপ্তাহিক ছুটিসহ) পাওয়া সম্ভব হতো। তবে ঈদের পরে ৩ এপ্রিল ছুটি ঘোষণা করায় টানা ছুটি মিলবে নয় দিন।
আরও পড়ুন-
- সব মামলায় খালাস তারেক রহমান, দেশে ফিরতে বাধা নেই
- ধর্মীয় উগ্রবাদ ঠেকাতে না পারলে ফের গণতন্ত্রের কবর হবে: তারেক রহমান