পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এর মাইক্রো বিজনেস সেন্টারে গত মঙ্গলবার ১৮ এপ্রিল বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন (বেলাল ) এর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাজিম উদ্দিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি আল কোরআন একাডেমির চেয়ারম্যান হাফিজ মনির উদ্দিন রোজার তাৎপর্য ও ফজিলত নিয়ে আলোচনা করেন। আলোচনায় কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে মাহে রমজানে মানুষের প্রতি সৌহার্দ, ত্যাগ ও সংযমের বিভিন্ন উদাহরণ দিয়ে বলা হয়- আমাদের উচিত রমজানের এই অনুকরণীয় দিকগুলো প্রতিটি মুসলমানের ব্যক্তি ও পরিবার জীবন মেনে চলা । পাশাপশি রমজানের ভ্রাতৃত্ব ও ত্যাগের আলোকিত দিকগুলো নানাবিদ মানবিক ও সেবামূলক কাজের মাধ্যমে প্রকাশ করা। ডাইভার্স কমিউনিটিতে আমাদের প্রতিবেশীরা রোজাদারের ইফতারে আপ্যায়িত হলে রমজানের প্রকৃত মানবিক সৌন্দর্য যেমন প্রস্ফুটিত হবে তেমনি সমাজও উপকৃত হবে।
ইফতারপূর্ব দোয়ায় বিশ্বব্যাপী মুসলমান সহ যুদ্ধবিধ্ধস্ত, বঞ্চিত, অসহায় ও অসুস্থদের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফিজ মুহাম্মাদ আব্দুল্লাহ।