বিয়েকে কেন্দ্র করে শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) দেশের দুইটি স্থানে পৃথক ঘটনায় দুই জন খুনের ঘটনা ঘটেছে। নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিয়ে বাড়িতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের মারধরে এক ব্যক্তি নিহত হয়েছেন। অপর দিকে চট্টগ্রামে গোপনে পঞ্চম বিয়ের পিঁড়িতে বসায় যুবককে তারই এক স্ত্রী খুন করেছে বলে অভিযোগ উঠেছে।
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিয়ে বাড়িতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীকে হত্যার ঘটনাটি শনিবার রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে বড়াই গ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান। নিহত ৪৫ বছর বয়সী কামাল বেপারী উপজেলার মাঝগাঁও মানিকপুর পশ্চিমপাড়া এলাকার ইসমাইল ব্যাপারীর ছেলে।
স্থানীয়দের বরাতে পরিদর্শক মাহবুবুর রহমান জানান, “কামাল ব্যাপারীর ভাতিজা সুমনের বিয়ে উপলক্ষে বাড়িতে সাউন্ড বক্স দিয়ে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল। এ সময় সময় প্রতিবেশী শামসুল বেপারী, শাজাহান বেপারী ও শাহাদত বেপারী সেখানে এসে গান বাজাতে নিষেধ করেন। এ সময় কামালের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা কামালকে লাথি, কিল-ঘুষি মারলে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। কিল-ঘুষি, লাথি মারার কারণেই কামালের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পরিদর্শক আরও জানান, এ ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কামাল ব্যাপারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্ত্রীর হাতে স্বামী খুনের ঘটনাটি শনিবার গভীর রাতে হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ৩৬ বছর বয়সী আলাউদ্দিনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। তিনি চট্টগ্রামের বসুন্ধরা আবাসিক এলাকার মর্জিনার মার কলোনীতে চতুর্থ স্ত্রী নুর জাহানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ঘটনার পর নুর জাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হালিশহর থানার ওসি মনিরুজ্জামান জানান, আলাউদ্দিন নগরীতে কখনো রিকশা চালাতেন, আবার কখনো ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন। বিভিন্ন সময়ে তিনি একাধিক বিয়ে করেছেন। সম্প্রতি তিনি গোপনে পঞ্চম বিয়ে করেছেন। বিষয়টি জানতে পরে নুরজাহানের সাথে তার পারিবারিক কলহ তৈরি হয়। গতরাতে ঘুমাতে যাবার পর রাত আড়াইটার দিকে নুরজাহান ধারালো অস্ত্র দিয়ে আলাউদ্দিনকে এলোপাথারি কুপিয়ে জখম করেন। এতে তার মৃত্যু হয়।
ওসি মনিরুজ্জামান বলেন, প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে রাতেই নুরজাহানকে হেফাজতে নেওয়া হয়। আলাউদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে নোয়াখালীতে তার পরিবারকে খবর দেওয়ার তথ্য দিয়েছেন ওসি মনিরুজ্জামান।