­
­
বুধবার, ২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «   মিয়ানমারে ভূমিকম্প: মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে  » «   এশিয়ার দেশগুলোর ‘যৌথ সমৃদ্ধির পথরেখা’ চাইলেন ইউনূস  » «   বাংলাদেশের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির আলোচনায় যুক্তরাষ্ট্র  » «  

সাংবাদিক সাহিদুর রহমান সুহেল বিয়ানীবাজার-গোলাপগঞ্জবাসির ভালোবাসায় সিক্ত



বাংলাদেশের বাইরে বৃহৎ সংবাদমাধ্যম কর্মীদের সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের গত ২৮ জানুয়ারী নির্বাচনে সর্বোচ্চ ভোটে সাহিদুর রহমান সুহেল ফাস্ট এক্সিকিউটিভ মেম্বার নির্বাচিত হওয়ায় বার্মিংহামে স্হানীয় একটি রেস্টুরেন্টে গত ৫ মার্চ মঙ্গলবার বিয়ানীবাজার-গোলাপগঞ্জবাসীর আয়োজনে সাংবাদিক সাহিদুর রহমান সুহেলের সম্মানে এক সংবর্ধনা প্রদান করা হয়।

রাজনীতিবিদ ও লোকমান চৌধুরী একাডেমির কর্ণধার লোকমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাবেক গোলাপগন্জ উপজেলা ছাত্রলীগ নেতা আলী আকবর বাবলুর পরিচালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহাম আওয়ামীলীগের সভাপতি হাজী কবির উদ্দিন । বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মনসুর আলম, সাহিত্যিক ও কবি ম আ কাদির, বার্মিংহাম আওয়ামীলীগের কোষাধ্যক্ষ হাজী ফখরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হাসিব উদ্দিন,বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম মিডল্যানডস এর কোষাধ্যক্ষ সাংবাদিক জিয়া তালুকদার,বার্মিংহাম শ্রমিকলীগের সভাপতি আবুল খয়ের, বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম মিডল্যানডস এর ক্রীড়া সম্পাদক সাংবাদিক সৈয়দ নাদির আহমেদ,বার্মিংহাম ছাত্রলীগ সভাপতি মইন চৌধুরী ও সাংবাদিক বাহার উদ্দিন,আল ওয়ালী খান,বিঅন টিভির সিইও আব্দুল জলিল,বার্মিংহাম শ্রমিক লীগের কার্যকরী সভাপতি আব্দুল বারী আজাদ,ইকবাল হেসেন,বার্মিংহাম আওয়ামীলীগের সদস্য আশিক মিয়া,জাহেদ আহমেদ এবং আব্দুল মন্নান সহ অনেকে।

বক্তারা বলেন,বৃটেনের ঐতিহ্যবাহী এ সংগঠনে ৩০ বছরের ইতিহাসে এই প্রথম লন্ডনের বাইরে থেকে সাহিদুর রহমান সুহেল নির্বাচিত হওয়ায় আমরা বিয়ানীবাজার-গোলাপগঞ্জবাসী যেমন গর্বিত তেমনি বার্মিংহাম শহরও আজ গর্বিত। আগামীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবে বাইরে থেকে আরও বড় পদে লন্ডনের বাইরের সদস্যদেরকে দেখতে চাই।

সংবর্ধিত অতিথি সাহিদুর রহমান সুহেল  তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য লন্ডন বাংলা প্রেস ক্লাবের সকল সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।বার্মিংহামের  নানা অসঙ্গতি তুলে ধরার পরও বার্মিংহামবাসী যে সম্মান দেখিয়েছেন তা আমার জীবনে এক বড় প্রাপ্তি। তিনি বলেন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের স্বার্থ রক্ষার পাশাপাশি লন্ডন বাংলা প্রেস ক্লাবের বাইরের সকল সদস্যদেরকে প্রেস ক্লাবে আরও বেশী করে কীভাবে সম্পৃক্ত করা যায় তা নিয়ে কাজ করবেন।
সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ সহ বিয়ানীবাজার-গোলাপগন্জবাসীর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সর্বাধিক ভোটে নির্বাচিত প্রতিনিধি সাহিদুর রহমান সুহেল

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন