সিলেট জেলার বিয়ানীবাজারে একটি পরিত্যক্ত কূপে তাজা গ্যাসের মজুদ আবিষ্কৃত হয়েছে।
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড কূপ থেকে দৈনিক ৭ থেকে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস ও ১০০ ব্যারেল কনডেনসেট উত্তোলনের ব্যাপারে আশাবাদী । খবরটি প্রকাশ করেছে বাংলাদেশ সংবাদ সংস্থা।
সংবাদে উল্লেখ করা হয়, সিলেট জেলার বিয়ানীবাজারে একটি পরিত্যক্ত কূপে তাজা গ্যাসের মজুদ আবিষ্কৃত হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ শাহিনুর ইসলাম বলেন, আজ বিয়ানীবাজার-১ কূপের পরীক্ষা শুরু হয়েছে এবং গ্যাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে।
পরীক্ষাটিতে ৩১০০ পিএইচ চাপে প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রবাহ দেখায়। তিনি বলেন, আগামী তিন দিন কূপে পরীক্ষা অব্যাহত থাকবে।
গত ১০ সেপ্টেম্বর,৩৪৫০ মিটার গভীরতা থেকে ৩৫ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের পর ২০১৬ সালে সালে পরিত্যক্ত ঘোষণা করা কূপের কাজ শুরু করে মাঠ কর্তৃপক্ষ।
বিয়ানীবাজার উপজেলার জন্য একটি থ্রিডি সিসমিক সার্ভে প্রকল্প নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রকল্পটি ২০২৩-২৪ সালের মধ্যে শেষ হলে নতুন কূপ খননের পরিকল্পনা হাতে নেওয়া হবে।
সিলেট গ্যাস ফিল্ডের পরিত্যক্ত গ্যাস কূপের মধ্যে চারটি কূপ — কৈলাশটিলা-২, রশিদপুর-২, রশিদপুর-৫ এবং হরিপুর-৭ — অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার পরিকল্পনা করা হয়েছে।
সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ শাহিনুর ইসলাম বলেন, এই চারটি কূপের কাজ ২০২৩ সালের শেষ নাগাদ শুরু হবে বলে আশা করা হচ্ছে । আমরা এই কূপে নতুন গ্যাসের মজুদ নিয়ে আশাবাদী।