বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের মহাসচিব ডা: ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহতি উদ্যোগ। যারা এই মহৎ কাজের সাথে সংশ্লিষ্ট থাকেন তারাও মহৎ মানুষ। মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) বালাগঞ্জের পূর্বগৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ সিরাজবেগ কিন্ডারগার্টেনের মাঠে ভয়েস অব বালাগঞ্জ ও পূর্বগৌরীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে তিনি এ কথা বলেন। ডা: দুলাল আরো বলেন, ভয়েস অব বালাগঞ্জ ও পূর্বগৌরীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি তাদের এ মহতি উদ্যোগের সাথে সংশ্লিষ্ট থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করি। আমি আশা রাখি আগামীতেও তারা তাদের এ মহতি উদ্যোগ গুলোতে আমাকে সংশ্লিষ্ট রাখবেন। ভয়েস অব বালাগঞ্জের সম্পাদক তারেক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, পূর্বগৌরীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী কমিউনিটি নেতা রেজাউল করিম রিজু, সমাজকর্মী লিটন আহমদ বেগ, প্রভাষক রুহুল আমিন, পূর্বগৌরীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু সূত্রধর, পূর্বপৈলনপুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি শাহ আলম, যুবলীগ নেতা মাহিনুল ইসলাম চৌধুরী, পূর্বগৌরীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মারুফ আলম তালুকদার মিজু। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সানুর আহমদ, সাংবাদিক হেলাল আহমদ, জাহেদুল ইসলাম, ফারহান আহমদ চৌধুরী, আমির আলী, সৈয়দ ত্বাকী, ফাউন্ডেশনের সদস্য শেখ মহিম, মাহবুব তালুকদার প্রমুখ।