ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠানে ফুলবাড়ি ইউনিয়ন সোসাইটির ইউকের ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারলের সভাপতিত্বে ও প্রভাতী বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক বিদুৎ জ্যোতি পুরকায়স্থের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল ড. ফজলুর রহীম কায়ছার।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লন্ডন ব্যুরো অব টাওয়ার হ্যামলের্টস এর সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আমিনুল হক জিল্লু ও জালালাবাদ এসোসিয়েশন ইউকের নির্বাহী সদস্য আব্দুল অদুদ দিপক।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদ, ফুলবাড়ি মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হানিফ খান, জামেয়া ইসলামিয়া মডেল মাদ্রাসা হেতিমগঞ্জের সাবেক প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দিন, সিলেট জেলা বারের সাবেক প্রধান নির্বাচন কর্মকর্তা এডভোকেট কবির আহমদ বাবর, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষক আনোয়ারুল মুহমিনিন জাহাঙ্গীর, হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সভাপতি সুলেমান আহমদ, সিরাজ উদ্দিন একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম মনসুর, হিলালপুর শাপলা সমাজকল্যাণ সংঘের সাবেক সভাপতি সাকের ইসলাম, সেক্রেটারি আজহার আহমেদ, কমিউনিটি নেতা সুজন খান প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সহ সভাপতি জিহান আহমদ।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল ভার্ড চক্ষু হাসপাতাল ও হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংস্থা এবং মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে বৃটেনের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এস।
অনুষ্ঠানে প্রায় ৫০০ জন উপকারভোগীকে চক্ষু সেবা, ১০০ জনের উপরে রোগীকে ফ্রি চশমা, মেডিসিন বিতরণ এবং ৩৫ জন রোগীকে ফ্রি চক্ষু অপারেশন করানো হয়।