লেটস বিট ক্যান্সার শ্লোগাণকে সামনে রেখে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের নেতৃবৃন্দের সাথে সাউথওয়েস্ট ইংল্যান্ডের ব্যবসায়ীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ জানুয়ারি রবিবার সামারসেটের স্পাইস ক্লাব রেস্টুরেন্টে সভা সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের ট্রাস্টি করিম মিয়া শামিম।
ব্যবসায়ী জুবের আহমেদ এর সঞ্চালনায় শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন আনোয়ার আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের সিইও এম শাহাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের মার্কেটিং ডাইরেক্টর ফরহাদ হোসেন টিপু , ফান্ডরাইজিং ডাইরেক্টর আজিজুর রহমান ও মুয়াজ্জেম হোসাইন ময়েজ এবং ডনার আজাদ হোসাইন প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন ইকবাল হোসেন, হেলাল তালুকদার, শাহজাহান তরফদার, রফিক মিয়া, মাহবুব রহমান, লিটন আহমেদ, নাসিম তালুকদার, তড়িছ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল এর সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া আগামী মার্চ মাসে সাউথওয়েস্ট ইংল্যান্ডের সামারসেট এলাকায় একটি ফান্ডরাইজিং ডিনারের আয়োজন এর কথা জানানো হয় অনুষ্ঠানে।
এসময় আরো উপস্থিত ছিলেন আতিকুর রহমান, সৈয়দ আমবিয়া রুবেল, তরিছ আলি, আফসার উদ্দিন লিটন, শাহিদুজ্জামান, রেজাউল উদ্দিন, হেলাল আহমেদ, আনোয়ার হোসেন, হারুন আলী, রাসেল আহমেদ, আব্দুল্লাহ ফারুক, নাসিম তালুকদার, ইকবাল হুসাইন, রফিক মিয়া, শাহজাহান তরফদার, সালেহ আহমেদ, শাহ উদ্দিন সহ অনেকে।
প্রসঙ্গ যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার চিকিৎসার লক্ষ্যে ২০১৫ সালের ফেব্রুয়ারী মাসে বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। হাসপাতালটি প্রবাসীদের অর্থায়নে ধীরে ধীরে একটি পুর্ণাঙ্গ হাসপাতাল রুপে প্রতিষ্ঠার জন্য সকল ধরনের সর্বাত্নক চেষ্টা অব্যাহত আছে।
ইতিমধ্যে প্রতিষ্ঠানটি প্রায় ১ লক্ষ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছে। হাসপাতালের উদ্যোগে স্থানীয় পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে এওয়ারনেস কার্যক্রম পরিচালনা এবং হাসপাতালের হেলথ ভিজিটররা বাড়ী বাড়ী গিয়ে প্রায় ৬৫ হাজার পরিবারে ক্যান্সার রোগ সম্পর্কে স্বাস্থ্য সচেতনতা প্রদান করেছে।
সাম্প্রতিক করোনা মহামারী সময়ে বিনামুল্যে সরাসরি চিকিৎসা সেবা, টেলিমেডিসিন সেবা প্রদানের পাশাপাশি করোনা আইসোলেশন ইউনিট চালু করে প্রায় ২২ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে।
হাসপাতালটি ক্যান্সার হেলপ ডেস্ক এর মাধ্যমে জটিল ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবায় প্রয়োজনে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিয়ে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল দিকনির্দেশনামূলক সহায়তা করছে।
বর্তমানে বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালে দুস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দানে সার্বক্ষনিক নিয়োজিত আছেন ৬জন চিকিৎসা । এছাড়াও প্রতি সপ্তাহে বিশেষজ্ঞ চিকিৎসকরা হাসপাতালে এসে সেবা দিয়ে থাকেন।
এই চ্যারিটি হাসপাতালটির সকল কাজে আলাদা আলাদা বিভাগ , বিশেষজ্ঞ ডাক্তার ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের সরাসরি তত্বাবধানে হাসপাতালের কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতি সপ্তাহে যুক্তরাজ্য থেকে এইসব কাজের তথ্য ও আর্থিক হিসাব মনিটরিং এবং করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেয়া হয়।
প্রাসঙ্গিকভাবে উল্লেখ্য, মূলত প্রবাসীদের বিরাট একটি অংশের অর্থ সহায়তায় প্রতিষ্ঠিত বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল এর অবস্থান সিলেটের বিয়ানীবাজারে পৌর শহরে হলেও এর সেবার পরিধি সিলেটসহ দেশব্যাপী বিস্তৃত। প্রতিষ্ঠানটি কোন আঞ্চলিকতা বা সিলেট অঞ্চল কেন্দ্রীক দুর্বলতা ইত্যাদিতে জিরোটলারেন্স নীতি অনুসরণ করে সেবা প্রদান করে আসছে।