­
­
বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «   মিয়ানমারে ভূমিকম্প: মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে  » «   এশিয়ার দেশগুলোর ‘যৌথ সমৃদ্ধির পথরেখা’ চাইলেন ইউনূস  » «  

বিশিষ্ট সংগঠক ও ব্যাংকার সি এম তোফায়েল সামী’র ইন্তেকাল
জানাযা বুধবার ৭ ডিসেম্বর ধানমন্ডি ঈদগাহ মসজিদে বাদ যোহর



বিশিষ্ট সংগঠক ও ব্যাংকার সি এম তোফায়েল সামী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ( ৬ ডিসেম্বর)  ঢাকায় একটি কনফারেন্সে থাকা অবস্হায় অসুস্হ হলে হাসপাতাল পৌঁছানোর পর তিনি মারা যান বলে জানা গেছে।

সি এম তোফায়েল সামি জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যাংকার এবং বর্তমানে জালালাবাদ এসোসিয়েশন  ঢাকার  ভবন ট্রাস্ট্রের অন্যতম সদস্য ছিলেন। জালালাবাদ এসোসিয়েশন ঢাকার দায়িত্বে থেকে  সিলেট বিভাগের শিক্ষা, সংস্কৃতি , ঐহিত্য ও মানবিক সেবামূলক  প্রাতিষ্ঠানিক কাজে তার সম্পৃক্ততা  উজ্জ্বলভাবে ছড়িয়ে আছে। এছাড়াও গুনি এই সংগঠক  অসংখ্য সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে মানুষের কল্যাণে কাজ করেছেন।

মরহুম সি এম তোফায়েল সামী  সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের  বাহাদুরপুর গ্রামের ঐতিহ্যবাহি  চৌধুরীবাড়ির সন্তান। তার ছোট ভাই বাংলাদেশের বিশিষ্ট কূটনৈতিক  সিএম শফি এবং অপর ভাই  বিশিষ্ট ব্যাংকার কয়েছ সামি।  তাদের পূর্বপুরুষদের জমিদারি থাকায় এদতঅঞ্চলের  শিক্ষা ও আর্থ সামাজিক উন্নয়নে  তিনি সহ পরিবারের বিশেষ অবদান রয়েছে।

ব্যক্তিগতভাবে  সি এম তোফায়েল সামী অত্যন্ত সজ্জন এবং সৃজনশীল মানুষ হিসাবে সুপরিচিত।

তার  যাপিত জীবনসহ সেই সময়ে দেখা ও নানা ঘটনার অভিজ্ঞান নিয়ে একটি আত্নস্মৃতি উৎস প্রকাশন থেকে প্রকাশের প্রস্তুতি চলছে। সি এম তোফায়েল সামী  পান্ডুলিপির  প্রায় শেষ  পর্যায়ের সংযোজন-বিয়োজনের কাজ করছিলেন বলে ৫২বাংলাকে জানিয়েছেন  এর প্রকাশক গবেষক মোস্তফা সেলিম।

আগামীকাল বুধবার ৭ ডিসেম্বর ধানমন্ডি ঈদগাহ মসজিদে বাদ যোহর জানাযা অনুষ্ঠিত হবে । পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

৫২বাংলা টিভির শোক:

বিশিষ্ট সংগঠক ও ব্যাংকার সি এম তোফায়েল সামী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে  যুক্তরাজ্য থেকে পরিচালিত ৫২বাংলা টিভি পরিবার।

এক শোক বার্তায়   বিশিষ্ট সংগঠক, বিশেষ করে সিলেট বিভাগের  শিক্ষা,সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে তার দূরপ্রসারী চিন্তা ও কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে মরহুমের বিদেহী আত্নার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন