বাহরাইন এবি পার্টি সাংবাদিক সম্মেলন এবং আহবায়ক কমিটির অভিষেক গত শুক্রবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হয় । বাহরাইনের রাজধানী মানামায় আলওসরা রেস্টুরেন্টের পার্টি হলে জুমআর নামাজের পর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন এবি পার্টি বাহরাইন শাখার নবনির্বাচিত আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য ড. ইঞ্জি. এম. শাহেদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক দূতাবাস কর্মকর্তা ও বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি তাজউদ্দীন সিকান্দার, ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর তরাফদার ।
এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিষয়ক কনসালটেন্ট মোঃ জসিম উদ্দিন ।
এসময় আরো বক্তব্য রাখেন, দলের সদস্য সচিব ইঞ্জি. আবু মোহাম্মদ হাসেম,যুগ্ম আহ্বায়ক মোঃ মহসিন চৌধুরী।
সহঃ সদস্য সচিব, কবির হোসেন, সাংগঠিক সম্পাদক মোঃ শাহ জালাল সহ আরো অনেকে।
এ সময় কেন্দ্রীয় আহবায়ক জনাব এফএফএম সোলাইমান চৌধুরী সাক্ষারিত অনুমোদিত কমিটির পরিচয় বাহরাইনের আহবায়ক ড. শাহেদ তুলে ধরেন।