ইউরোপসহ মাল্টায় নিরাপদ অভিবাসনের লক্ষ্যে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন ‘আয়েবা’র সাম্প্রতিক সংবাদ সম্মেলনের পর এ ব্যাপারে আমাদের দেশের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে, যা খুবই স্বাভাবিক।
আমাদের সাথে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিরা যোগাযোগ করেছেন এবং মাল্টায় আসার বিষয়ে তাঁদের আগ্রহ প্রকাশ করেছেন। আমরা যথাসম্ভব তথ্য দেয়ার চেষ্টা করেছি, কিন্তু এত বেশি সাড়া পাওয়ার ফলে সবাইকে ব্যক্তিগতভাবে উত্তর দেয়া কঠিন। তাই সর্বসাধারণকে জানাতে চাই-
* মাল্টায় আসতে ইচ্ছুক সবারই ইংরেজি ভাষায় যুক্তিসংগত দক্ষতা থাকতে হবে।
* ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, সুইপার, স্বাস্থ্যকর্মী, রেস্টুরেন্ট ও ট্যুরিজমে দক্ষ ব্যক্তিরাই কেবল মাল্টায় আসার সুযোগ পেতে পারেন।
* ১০ থেকে ২০ হাজার দক্ষ বাংলাদেশি শ্রমিক তখনই মাল্টায় আসার সুযোগ পাবেন, যখন তাদের দেয়া শর্তগুলো মেনে চলা সম্ভব হবে। মাল্টায় যাঁরা আসবেন, তাঁদের মাল্টাতেই থাকতে হবে এবং যিনি যে কাজে আসবেন, তাঁকে ওই কাজই করতে হবে। প্রবাসে বৃহত্তর বাংলাদেশি কমিউনিটি গঠনের লক্ষ্যে মাল্টা সরকারকে সহযোগিতায় আয়েবা প্রতিশ্রুতিবদ্ধ।
* যাঁরা দালালদের বিভিন্ন প্রলোভনে ইউরোপের অন্যান্য দেশে আসার প্রতিশ্রুতিতে মাল্টাকে ব্যবহার করতে চান, তাঁদের এ ধরনের অভিসন্ধিমূলক চিন্তা থেকে দূরে থাকাই উত্তম। কেননা ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলো ইতোমধ্যে তাদের দেশে বেআইনি বসবাসকারী বাংলাদেশি তথা বিদেশিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। করোনা-উত্তর ইউরোপের নানা অর্থনৈতিক সমস্যা এবং জাতীয়তাবাদী উগ্রপন্থী রাজনৈতিক দলগুলোর ক্রমবর্ধমান জনপ্রিয়তাই এর পেছনে কাজ করছে।
* মাল্টা সরকারের এই মহানুভবতাকে ব্যবহার করে অন্য দেশে চলে যাওয়ার কোনো সুযোগ নেই। তার পরও কেউ যদি অনৈতিকভাবে এমন কাজে লিপ্ত হন, তাহলে কিছুসংখ্যক বাংলাদেশি মাল্টায় আসার পর এ প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে।
* বাংলাদেশ থেকে মাল্টায় আসার ওয়ানওয়ে বিমান টিকেট এবং সমস্ত কার্যক্রম বাবদ সর্বোচ্চ ২ লাখ টাকার অধিক খরচ হওয়ার কোনো কারণ নেই।
* আয়েবা জনকল্যাণমূলক অলাভজনক সামাজিক একটি সংগঠন। কোনো রকম অর্থনৈতিক কার্যক্রমে আমরা সম্পৃক্ত নই। সুতরাং, যাঁরা মাল্টায় লোক প্রেরণের ব্যাপারে বাংলাদেশে উদ্যোগ নেবেন এবং যাঁরা মাল্টায় আসার এ সুযোগ গ্রহণ করবেন, তাঁদের উদ্দেশ্যেই আমাদের এই পরামর্শ।
* মাল্টার এ প্রক্রিয়ার সাফল্যের ওপর নির্ভর করছে ইউরোপের অন্যান্য দেশে আমাদের নিরাপদ আবাসন।
মাল্টা সরকারকে সর্বোতভাবে এ প্রক্রিয়ায় সহযোগিতা করার বিষয়ে আয়েবা বদ্ধপরিকর, যাতে প্রায় ২০ হাজার বাংলাদেশিকে দেশটিতে প্রতিষ্ঠা করা সম্ভব হয়। সর্বোপরি বন্ধুপ্রতিম দেশ মাল্টার সাথে বাংলাদেশের সরকার ও জনগণের সম্পর্ক উত্তরোত্তর সমৃদ্ধির লক্ষ্যে আয়েবা সব সময় কাজ করে যাবে।