
প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা করার প্রতিবাদে ও মিথ্যা মামলা প্রত্যাহার সহ অবিলম্বে মুক্তির দাবিতে শুক্রবার ( ২১ মে) রাতে ইউরো বাংলা প্রেসক্লাব গ্রীসের উদ্ধোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা ইউরো বাংলা প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন চৌধুরী মুন্নার সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক জাবেদ মাহমুদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নিরব আহমেদ, দপ্তর সম্পাদক সাঈদ আহমেদ ও বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন রুহুল আহমদ, সাকের আহমদ, জয়নুদ্দিন জয় সহ সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ। মানববন্ধন কর্মসূচি থেকে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের উপর থেকে মিত্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তি দাবি জানানো হয়।
এসময় বক্তারা বলেন পেশাগত দায়িত্ব পালনের সময় একজন খ্যাতিমান নারী সাংবাদিকের সাথে যে আচরণ করা হয়েছে তা সভ্য সমাজ ও রাষ্ট্রে কখনো কল্পনা করা যায় না। অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলাম এর নি:শর্ত মুক্তি সহ হেনস্তাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন বক্তারা।