­
­
বুধবার, ২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «   মিয়ানমারে ভূমিকম্প: মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে  » «   এশিয়ার দেশগুলোর ‘যৌথ সমৃদ্ধির পথরেখা’ চাইলেন ইউনূস  » «   বাংলাদেশের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির আলোচনায় যুক্তরাষ্ট্র  » «  

মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটক প্রবেশে নিষেধজ্ঞা প্রধান ফটকে তালা



করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। ফলে ঈদের ছুটিতে মাধবকুণ্ডে ঘুরতে আসা পর্যটকরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। গত তিনদিনে প্রায় ৬ হাজার পর্যটক জলপ্রপাতের প্রধান ফটক থেকে ফিরে গেছেন। এতে স্থানীয় ব্যবসায়ীরা হতাশ। কারণ তাদের বেচাকেনা কম হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে জলপ্রপাতের প্রধান ফটক খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেশের অন্যতম জলপ্রপাত হচ্ছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড। প্রতিবছর ঈদ ও বিভিন্ন উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে সেখানে হাজার হাজার পর্যটকের ঢল নামে। এতে জলপ্রপাতকে ঘিরে ওঠা ব্যবসায়ীদের বেচাকেনা জমে ওঠে। কিন্তু চলতি বছরে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১ এপ্রিল থেকে সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে এবারের ঈদের ছুটিতে সেখানে ঘুরতে আসা পর্যটকদের জলপ্রপাতের কাছে যেতে পারছেন না। ঈদের প্রথমদিন গত শুক্রবার (১৪ মে) থেকে রোববার (১৬ মে) পর্যন্ত প্রায় ছয় হাজার পর্যটক মাধবকুণ্ডে ঘুরতে এসেছিলেন। কিন্তু জলপ্রপাতের প্রধান ফটক বন্ধ থাকায় তারা হতাশ হয়ে ফিরে গেছেন।

সরেজমিনে দেখা গেছে, মাধবকুণ্ড জলপ্রপাতের প্রধান ফটকে তালা ঝুলছে। ফটকের সামনে মানুষ ভীড় করছেন। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে স্থানীয়দের পাশাপাশি অনেকে দূর-দূরান্ত থেকে অনেকে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে মাধবকুণ্ডে ঘুরতে এসেছেন। কিন্তু কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পুলিশের চোখ ফাঁকি দিয়ে কেউ কেউ ভেতরে ঢোকার চেষ্টা করছেন। দায়িত্বরত পুলিশ তাদের বুঝিয়ে ফিরিয়ে দিচ্ছে। তাই দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। পর্যটকরা ফিরে যাওয়ায় ব্যবসীয়দের বেচাকেনা কম হচ্ছে। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ফটকের ভেতরে প্রবেশ করে দেখা গেল কয়েকজন নারী-পুরুষ পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঝর্নার কাছে যাচ্ছেন। তাদের নাম পরিচয় জানতে চাইলে বলতে রাজি হননি।

নামপ্রকাশ না করার শর্তে তারা বলেন, ‘আমরা খাসিয়া পুঞ্জির ভেতরে দিয়েই এখানে এসেছি। কাউকে কোনো টাকা দিতে হয়নি। আমাদের বাড়ি বড়লেখার দক্ষিণভাগ এলাকায়।’ এখানে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে জানেন কি-না জানতে চাইলে তারা কোনো কিছু না বলেই সেখান থেকে দ্রুত বেরিয়ে যান।

সিলেট থেকে মাধবকুণ্ডে ঘুরতে এসেছিলেন কলেজ শিক্ষার্থী সাইদুর রহমান ও সোহেল আহমদ। তারা ফটকের কাছে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন। পুলিশে তাদের ভেতরে প্রবেশ করতে দেয়নি। তারা বলেন, ‘মাধবকুণ্ডে আগে কখনও আসা হয়নি। এবার প্রথমবার এসেছি। করোনার কারণে এটি যে বন্ধ রয়েছে, তা আমাদের জানা ছিল না। জানলে এত দূর থেকে আসতাম না। পুলিশ আমাদের ভেতরে ঢুকতে দেয়নি। তাই আমরা চলে যাচ্ছি।’

ফটোগ্রাফার রুজেল আহমদ বলেন, ‘প্রতিদিন অনেক মানুষ মাধবকুণ্ডে বেড়াতে আসছেন। কিন্তু তারা জলপ্রপাতে ভেতর ঢুকতে পারছেন না। এজন্য তারা চলে যাচ্ছেন। আমরা তাদের ছবি তুলে কিছু টাকা আয় করি। কিন্তু তা খুব সামান্য। এটি খুলে দিলে ভালো হবে, আমাদের আয় বাড়বে।’

স্থানীয় ব্যবসায়ী কবির আহমদ ও আলী হোসেন বলেন, ‘এখন ভরা মৌসুম। অথচ আমাদের বেচাকেনা নেই বললেও চলে। গত বছরেও করোনার কারণে এটি বন্ধ ছিল। আমাদের ব্যবসার ক্ষতি হয়েছে। এবারও আমাদের লোকসান গুনতে হচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের ব্যবসা ছেড়ে দিতে হবে। কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ তারা যেন স্বাস্থ্যবিধি মেনে গেট খুলে দেন। এতে আমরা ঘুরে দাঁড়াতে পারবো।’

মাধবকুণ্ড পর্যটন পুলিশের সহকারি উপপরিদর্শক (এএসআই) প্রনীত চাকমা বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাধবকুণ্ডে পর্যটক প্রবেশে নিষেধ রয়েছে। বিষয়টা অনেকেই জানে না। তাই তারা ঈদের ছুটিতে মাধবকুণ্ডে ঘুরতে আসছেন। আমরা তাদের বুঝিয়ে ফিরিয়ে দিচ্ছি। প্রতিদিন প্রচুর পর্যটক এখানে আসছেন। আমরা কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছি না। এখনও পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পর্যটকের নিরাপত্তায় পুলিশ সবসময় কাজ করছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন