সীমিত পরিসরে অনুষ্ঠিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে রোমের বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন নারী নেত্রী লায়লা শাহ, নার্গিস হাওলাদার, ফাতেমা কবির, সুলতানা নিগার মিতা, নাসরিন চৌধুরী, রওশন আরা, জাকিয়া উল্লাহ, সায়েরা বানু রানি, ফারিয়া আঁখি, দিনা ইসলাম, সনজিদা বাছের, মলিন তাহের, শিল্পী চৌধুরী, লিমা আক্তার, রিনা আক্তার সহআরো অনেকই।
অনুষ্ঠানে উপস্থিত নেত্রীরা গান,নাচ, কবিতা আবৃত্তিসহ বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া বিভিন্ন রকমারি বাংলা খাবার পরিবেশন করা হয় এই পুনমিলনী অনুষ্ঠানে।
কোভিডের প্রভাবে প্রবাসে ঈদ আনন্দটা উপভোগ করতে পারছেন না বিগত দুই বছর থেকে। তবে এবার করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়াতে ঈদের আনন্দটা ভাগাভাগি করতে পেরে অত্যন্ত আনন্দিত বলে জানান উপস্থিত নেত্রীরা।