করোনা সময়ের ঈদুল ফিতরের ঈদেও নিন্ম আয়ের মানুষরা ছিলেন আনন্দহীন। বিশেষ করে শ্রমিকরা ছিলেন জীবিকার সন্ধানে বাইরে।তারা বলেছেনে, এই সমাজে ঈদ গরীবের জন্য নয়।নিন্ম আয়ের মানুষ মনে করেন, যাদের হাতে টাকা আছে ঈদ শুরু তাদেরই ! দূ:খমাখা মন নিয়ে বলেছেন, ঈদ তো বড় লোকের, গরীবের ঈদ নাই।
মৌলভীবাজারের বড়লেখায় শ্রমিকরা ৫২বাংলাকে জানিয়েছেন ঈদের দিনে তাদের অনুভূতি। বিস্তারিত দেখুন সিলেট পূর্বাঞ্চল প্রতিনিধি মো.ইবাদুর রহমান জাকির এর প্রতিবেদনে-