লেবাননে পালিত হয়েছে ঈদুল ফিতর। তবে এবার দেশটিতে থাকা বাংলাদেশি প্রবাসীদের মনে নেই ঈদের আমেজ। একদিকে পরিবার পরিজনবিহীন, অন্যদিকে করোনা পরিস্থিতিতে বিভিন্ন বিধি মেনে ঈদ উদযাপন করেছে প্রবাসীরা। দেশটিতে ডলার সংকটের কবলে পড়ে এবার সাদামাটাভাবে উদযাপিত হয় ঈদ।
করোনা বিধিনিষেধ ও ডলার সংকটের কারণে এবার আগের চেয়ে অনেক কম জামাতের আয়োজন করা হয়। তাও আবার হাতেগোনা কয়েকটি জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
লেবাননের জাতীয় মসজিদ আল আমিনসহ বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করে। লেবাননের শৈফাত এলাকায় প্রতি বারের মত এবারও শৈফাত ইসলামী সংগঠন,সংগঠনের সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম (শরীফ)ও মোহাম্মদ কোরবান আলী সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ মিলে ঈদের জামাতের আয়োজন করেন।
ভোর থেকেই বাংলাদেশিরা দলে দলে উপস্থিত হয়ে ঈদের জামাতে অংশগ্রহণ করে। হাইছুলুম, মোকাল্লেসসহ আরো কয়েকটি বাংলাদেশি অধ্যুষিত এলাকায় বাংলাদেশিদের উদ্যোগে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে করোনা থেকে মুক্তি, দেশ-জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও পরিবারের সুখ কামনা করে মোনাজাত করা হয়। তাছাড়া ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর ইসরাইলের আগ্রাসন ও অমানবিক আচরণের তীব্র নিন্দা জানানো হয়।
নামাজ আদায় করতে আসা প্রবাসীরা জানায়, মহান আল্লাহর অশেষ রহমতে আমরা ঈদের নামাজ আদায় করতে পারলেও ডলার সংকটের কারণে দেশে পরিবারের কাছে অর্থ প্রেরণ করতে না পেরে আক্ষেপ পোষণ করেন।
দেশটিতে অর্থনৈতিক মন্দা, ডলার সংকটসহ খাদ্যদ্রব্যের কয়েকগুণ মূল্য বৃদ্ধির কারণে দীর্ঘ সময় ধরে বাংলাদেশিরা মানবেতর জীবনযাপন করছে।