২৯ শে মার্চ শনিবার সকাল ১০টায় বিয়ানীবাজারের নয়াগ্রামস্থ মো: ফখরুল ইসলামের নিজ বাসায় এই ফ্রি খতনা কার্যক্রম পরিচালনা করেন ডা: শিব্বির আহমদ ও ডা: মাসুম আহমদ।
ফ্রি খতনা কার্যক্রমের উদ্বোধন করেন প্রেরণার পৃষ্ঠপোষক মো: ফখরুল ইসলাম। তিনি বলেন, প্রেরণা যুব চক্র সমাজের বিশেষ করে সুবিধাবঞ্চিত ও আর্থিকভাবে অস্বচ্ছলদের সেবায় কাজ করে থাকে। এই ধারাবাহিকতায় শিশুদের স্বাস্হ্য সেবা দানে এই কার্যক্রম নেয়া হয়েছে। বিনামূল্যে এই সেবা গ্রহনকারী শিশুদের অভিবাবক এই সুযোগ পেয়ে তাদের সন্তুষ্টির কথা জানিয়েছেন। যা আগামীতে এই রকম উদ্যোগ নিতে অনুপ্রেরণা যোগাবে।
তিনি সুন্নতে খতনা কার্যক্রমটি পরিচালনায় দুই চিকিৎসক ডা. শিব্বির আহমদ ও ডা: মাসুম আহমদ, সহযোগি নার্স ও প্রেরণা যুব চক্রের সকল কর্মকর্তা ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও আরও উপস্থিতি ছিলেন প্রেরণা যুব চক্রের সভাপতি ফয়জুল আলম সিমাল, সাধারণ সম্পাদক সুয়েব আহমেদ, শিক্ষা সম্পাদক হাসানুল বান্না, সহ সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি, সমাজসেবা সম্পাদক সিদ্দিকুর রহমান ক্রীড়া সম্পাদক আবু মাহিন, সদস্য ফরহাদ মাহমুদ তানিম,আবু বক্কর ও শাহেদ আহমেদ প্রমূখ।