গোলাপগঞ্জ (সিলেট) পৌরসভার ৮ ও ৩ নং ওয়ার্ডের উদ্যোগে শুরু হতে যাচ্ছে বিশাল হাডুডু প্রতিযোগীতা। ৫ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭ টায় রনকেলী নয়াটুল (বুড়ার জুম) সংলগ্ন মাঠে উদ্বোধনী খেলা অনুষ্টিত হবে।
খেলায় প্রথম পুরস্কার হিসেবে রয়েছে ১ টি ২১ ইঞ্চি এলইডি রঙ্গীন টেলিভিশন ও ২য় পুরস্কার হিসেবে রয়েছে ১ টি স্মার্ট ফোন। খেলায় এন্ট্রি ফি হিসেবে রাখা হচ্ছে ৫শত টাকা। খেলাটি ফ্লাশ লাইট দারা পরিচালিত হবে। জানতে চাইলে খেলা পরিচালনাকারীর অন্যতম সদস্য বাবুল আহমদ বলেন, খেলাটি নক আউট পদ্ধতিতে পরিচালিত হবে এবং সর্ব অবস্থায় কমিটির সিদ্ধান্ত চুড়ান্ত বলে গন্য হবে।