­
­
শনিবার, ১২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনিয়োগ সম্মেলনে কেমন সাড়া পেলো বাংলাদেশ?  » «   আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল  » «   ২০২৪ সালে লন্ডন ছেড়েছেন ১১ হাজার ধনী, কোথায় যাচ্ছেন তাঁরা  » «   জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭-৮ শতাংশে নেমে আসবে: গভর্নর  » «   মডেল মেঘনা বিশেষ ক্ষমতা আইনে জেলে, অভিযোগ ছাড়াই আটকের যৌক্তিকতা নিয়ে আবারও প্রশ্ন  » «   ‘আলোয় আলোয় মুক্তির’ সন্ধানে বর্ষবরণ করবে ছায়ানট  » «   মঙ্গল শোভাযাত্রার নাম বদলে গেল  » «   যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ: বিপজ্জনক খেলা, পথ নেই পিছু হটার  » «   বিশ্বকে বদলে দিতে বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ  » «   প্রবাসীদের ভোট পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি  » «   নাসার সাথে চুক্তি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটে যুক্ত হলো বাংলাদেশ  » «   সারা দেশে সরকারি ফার্মেসি চালু করছে সরকার  » «   ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে বাটা-কেএফসি ভাংচুর : ৪ মামলা, গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান  » «   গাজায় গণহত্যা: ছয় জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর, হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ  » «   গাজার ৫০ শতাংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে, সংকুচিত হয়ে পড়ছেন ফিলিস্তিনিরা  » «  

বানিয়াচংয়ে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট ও ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন



বানিয়াচংয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট ও ভলিবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা‘র সভাপতিত্বে ও উপকমিটির আহবায়ক (ভলিবল)’র সাহিবুর রহমান এবং আব্দুল হালিম সোহেল এর যৌথ সঞ্চালণায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, তরুণ প্রজন্মকে লেখা পড়ার পাশাপাশি মাঠে রাখতে খেলাধূলার কোন বিকল্প নেই। তাই খেলায় জয়-পরাজয় থাকবে।

মুজিব শতবর্ষ উপলক্ষে বানিয়াচংয়ে বঙ্গবন্ধু টি-২০ ও ভলিবল টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন।

স্বাগত বক্তব্য রাখেন ক্রিকেট উপ কমিটির সভাপতি মাস্টার ফজল উল্লাহ খান।

এসময় আরও উপস্থিত ছিলেন ২নং ইউপি চেয়ারম্যান মোঃ ওয়ারিশ উদ্দিন খান, মওলানা হাবিবুর রহমান, মোঃ রেখাছ মিয়া, মোঃ এরশাদ আলী, মোঃ আনোয়ার হোসেন, পিআইও মলয় কুমার দাশ, সাবরেজিস্টার মস্তোফা মোঃ ইসমত পাশা, থানার সেকেন্ড অফিসার আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আঙ্গুর মিয়া, আওয়ামীলীগ নেতা মোঃ নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ছায়েব আলী, বানিয়াচং ক্রিকেট ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ আবুল মনসুর তুহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম, বিভিন্ন প্রিন্ট ও ইলক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উদ্বোধনী খেলায় ৪নং ইউনিয়নকে ১৪ রানে হারিয়ে বিজয়ী হয় ৯নং পুকড়া একাদশ।  ভলিবলে ৩নং ইউনিয়নকে হারিয়ে বিজয়ী হয়েছে ১নং ইউনিয়নের অনির্বাণ স্পোটিং ক্লাব।

টুর্নামেন্টে ক্রিকেটে ২৪টি ও ভলিবলে ১০টি দল অংশ গ্রহণ করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন