চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা সাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কালুরঘাট সেতুতে এ দুর্ঘটনা ঘটে। ফলে সকাল সাড়ে এগারো টার পর থেকে ব্রিজে গাড়ী চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, গেঞ্জি ও প্যান্ট পরা এক লোক সাইকেল যোগে ব্রিজ পার হচ্ছিলেন। মুহুর্তে ট্রেনে কাটা পড়ে ক্ষতবিক্ষত হয়ে যায়। এখনো পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে থাকা বোয়ালখালী থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আল আমান বলেন, নিহতের পরিচয় জানা যায়নি। রেলওয়ে পুলিশ আসলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া যাবে।
মূলত কালুরঘাট ব্রিজটি সাধারন মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন পর পর দূর্ঘটনা লেগেই আছে কিন্তু এই থেকে মুক্তি পাওয়ার কোন উদ্যোগ নেওয়া হচ্ছেনা।