গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনের আর মাত্র ৩দিন বাকি। শেষ মুহুর্তের প্রচারনায় ২২হাজার ৯শ ১৬জন ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন ৪ জন মেয়র প্রার্থী। প্রতীক বরাদ্ধের পর থেকে প্রার্থীরা হুমড়ি খেয়ে পড়েছেন ভোটারদের দ্বারে-দ্বারে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থী সমর্থকদের মাঝে বাড়ছে উদ্বেগ উৎকন্ঠা। নিজেদের সমর্থিত প্রার্থীকে বিজয় নিশ্চিত করতে রাত দিন বিরামহীন ভাবে চলছে ভোট প্রার্থনা। পৌরসভা এলাকার বাহিরে থাকা আত্মীয় স্বজনরা এসে ভোট প্রার্থনা করছেন নিজের পছন্দের প্রার্থীর জন্য।
সময় যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে নির্বাচনী আমেজ। প্রতিদিন দেখা যাচ্ছে একই এলাকায় একে একে করে প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের বিশাল বহর নিয়ে গ্রামের এক রাস্তা দিয়ে এক প্রার্থী অপর রাস্তা দিয়ে আরেক প্রার্থী নির্বাচনী গনসংযোগ করছেন। তখন ওই এলাকা হাজার হাজার মানুষে ভরপুর হয়ে উঠেন। তবে এখন পর্যন্ত কোন রকম গোলযোগের ঘটনার খবর পাওয়া যায় নি। সবকিছু মিলিয়ে পুরো পৌর এলাকা জুড়ে চলছে নির্বাচনী এক অন্যরকম আমেজ।
এ পৌরসভায় মোটান পুরুষ ভোটার ১১৫৯৭ জন, মহিলা ভোটার ১১৩১৯ জন। মোট ভোটার ২২৯১৬ জন। মোট ওয়ার্ড রয়েছে ৯টি। ভোট কেন্দ্র ৯টি মধ্যে ১নং ওয়ার্ডঃ সরকারী এমসি একাকেমী স্কুল এন্ড কলেজ। ফুলবাড়ি পূর্বপাড়া (উত্তরাংশ) ভোটার ১২১৬ জন এবং ছিটা ফুলবাড়ি (আংশিক উত্তর) ১০৮৫ জন। মোট ভোটার ২৩০১ জন। ২নং ওয়ার্ডঃ ফুলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্বপাড়া। ফুলবাড়ি পূর্বপাড়া দক্ষিনাংশ নিয়ে গঠিত ওয়ার্ডে মোট ভোটার ২৫২৩ জন।৩নং ওয়ার্ডঃ ঘোষগাঁও ইসলামীয়া মাদ্রাসা। ছিটা ফুলবাড়ি দক্ষিন (আংশিক) ৪১২ জন ও ঘোষগাঁও (উত্তর আংশিক) ১৪২৪ জন। মোট ভোটার ১৮৩৬ জন।৪নং ওয়ার্ডঃ হাজি জছির আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, সরস্বতি। সরস্বতি ১৬৪৭ জন ও কামারগাঁও ৭৫৭ জন। মোট ভোটার ২৪০৪ জন।
৫ নং ওয়ার্ডঃ দাড়িপাতন সরকারী প্রাথমিক বিদ্যালয়। দাড়িপাতন ১৬৪৭ জন এবং টিকরবাড়ি ১০৩২ জন। মোট ভোটার ২৭০৬ জন।০৬ নং ওয়ার্ডঃ ঘোগারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়। পূর্ব ঘোগারকুর ৩৬৩, পশ্চিম ঘোগারকুল ১৫৫০ জন ও বাদে রনকেলী ৮৩৬ জন। মোট ভোটার ২৭৪৯ জন।৭নং ওয়ার্ডঃ রনকেলী ২ সরকারী প্রাথমিক বিদ্যালয়। রনকেলী দিঘীরপাড় ৪৩, উত্তর রনকেলী (নয়াগ্রাম) ২৯১২ জন। মোট ভোটার ২৯৫৫ জন।৮ নং ওয়ার্ডঃ কোয়ালিটি স্কুল, উপজেলা কমপ্লেক্স। রনকেলী ইয়াগুল ৭৯১, রনকেলী পূর্ব/পশ্চিম ১৩৩৭, রনকেলী নয়াটুল ৩৬৩ ও উপর বারকোট ৩১৮ জন। মোট ভোটার ২৮০৯ জন।
৯ নং ওয়ার্ডঃ সৈয়দ তানভীর হোসেন সেকারী প্রাথমিক বিদ্যালয়, নরুপাড়া। রনকেলী নুরুপাড়া ১৪৬৯, ও রনকেলী দিঘীরপাড় ১১৬৪ জন। মোট ভোটার ২৬৩৩ জন।
এ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা) প্রতীক নিয়ে পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক রুহেল আহমদ, বিএনপির ধানের শীষের প্রার্থী গোলাম কিবরিয়া চৌধূরী শাহিন, স্বতন্ত্র প্রার্থী বতর্মান মেয়র (জগ) প্রতীক নিয়ে আমিনুল ইসলাম রাবেল, স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জাকারীয়া আহমদ পাপলু মোবাইল প্রতীক নিয়ে প্রতীদ্বন্দীতা করছেন।