শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
Sex Cams
সর্বশেষ সংবাদ
লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন  » «   বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২নং বাসভবন ভস্মীভূত এবং ভাস্কর্য ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ  » «    অদ্ভুত দেশপ্রেম ও খাঁটি ব্যক্তিগত স্বার্থ  » «   বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবারে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান  » «   দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়  » «   টাওয়ার হ্যামলেটসের বো এলাকায় নতুন কাউন্সিল ভবনের উদ্বোধন করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   বাংলাদেশে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাংবাদিকের প্রাণহানি এবং সৃষ্ট অস্থিরতা-সহিংসতায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের ক্ষোভ-নিন্দা  » «   সৃজনের আলোয় মুস্তাফিজ শফি, লন্ডনে বর্ণাঢ্য সংবর্ধনা  » «   বৃটেনে বাংলাদেশি বংশোদ্ভূত তাহমিনার অসাধারণ সাফল্য  » «   দুই বঙ্গকন্যা ব্রিটিশ মন্ত্রীসভায় স্থান পাওয়ায় বঙ্গবন্ধু লেখক এবং সাংবাদিক ফোরামের আনন্দ সভা ও মিষ্টি বিতরণ  » «   কেয়ার হোমের লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আইনী লড়াইয়ে ল’ম্যাটিক সলিসিটর্সের সাফল্য  » «   যুক্তরাজ্যে আবারও চার ব্রিটিশ-বাংলাদেশী  পার্লামেন্টে  » «   আমি লুলা গাঙ্গ : আমার আর্তনাদ কেউ  কী শুনবেন?  » «   বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে লন্ডনে ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটসের সেমিনার অনুষ্ঠিত  » «   লন্ডনে বাংলা কবিতা উৎসব ৭ জুলাই  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

বিশ্ব প্রবাসী বানিয়াচং কল্যাণ পরিষদের কমিটি ঘোষনা



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

আনন্দ উৎসব মুখরিত পরিবেশে ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে “বিশ্ব প্রবাসী বানিয়াচং কল্যান পরিষন এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশের একটি অন্যতম জেলা হবিগঞ্জ,জেলার অন্তর্গত হাওর বেষ্টিত একটি উপজেলার নাম বানিয়াচং।হাওড় বাওর,প্রাকৃতিক সৌন্দর্যের লিলাভূমি,সূফী সাধক,বরেণ্য রাজনিতীবিদ,শিল্প সাহিত্য, বুদ্ধীজিবীদের পদচারনায় ধন্য বানিয়াচং এর পুন্যভূমি।

বহির্বিশ্বেও বানিয়াচং বাসীদের গড়ে উঠেছে একটা শক্ত অবস্থান।সবার সাথে বন্ধুত্ব,ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধনকে সুসংহিত করার জন্যে এবং দেশের অসহায় হত দরিদ্র মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে,সারা বিশ্বে বসবাসরত বানিয়াচং উপজেলার সকল প্রবাসীদের মতামতের ভিত্তিতে,’মানবতার টানে,ভালবাসার বন্ধনে’, এই স্লোগান কে সামনে রেখে প্রতিষ্টা করা হয়েছে সামাজিক সংগঠন, “বিশ্ব প্রবাসী বানিয়াচং কল্যাণ পরিষদ।

ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে,আমেরিকা প্রবাসী আলী আজগর খান হামিদ এর সভাপণ্ডিতে ও কুয়েত প্রবাসী মিজানুর রহমান রুমন এর সঞ্চালনায়,এতে সর্বসম্মতি ক্রমে,আমেরিকা প্রবাসী আশরাফ হুসেন খান সুমন কে সভাপতি। কুয়েত প্রবাসী এ এইচ খান এনাম কে নির্বাহী সভাপতি এবং স্পেন প্রবাসী,সময় টেলিভিশনের স্পেন প্রতিনিধি সাইফুল আমিন কে সাধারন সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্যান্য সদস্য,সদস্যারা হলেন,সিনিয়র সভাপতিঃ নজরুল ইসলাম সোহেল(যুক্তরাজ্য),এছাড়া সহ সভাপতি হলেন আশিক আলম(ইটালি), এম এইচ খান রাজু(ফ্রান্স), সকিনা খাতুন সখি(যুক্তরাজ্য), তারেশ বাবু(বাহরাইন), মিজানুর রহমান চৌধুরী রুমন(কুয়েত), আনোয়ার হোসেন(কুয়েত), মিজানুর রহমান মিজান(কাতার), উবাইদুর রহমান বকুল (কাতার), মুজাহিদুল ইসলাম সুজন(যুক্তরাজ্য), মিজানুর রহমান স্বপন(স্পেন), ফেরদৌস চৌধুরী(যুক্তরাজ্য), শেখ মোস্তাক আহমদ(সৌদিআরব)।

সিনিয়র যুগ্ন সম্পাদকবৃন্দ হলেন হাসান দুলাল চৌধুরী(কুয়েত) এছাড়া যুগ্ন সম্পাদক হলেন আবুল কালাম(ইংল্যান্ড), সাগর মল্লিক (কাতার), সুহেল চৌধুরী(কাতার),মিজানুর আলম মিজান(ফ্রান্স)।সাংগাঠনিক সম্পাদক সালাউদ্দিন ফয়সল(বাহরাইন), শেখ হিমেল আহমেদ(সৌদি আরব),খালেদ আহমেদ(ইতালি),শামীম আহমদ(দুবাই) সাখাওয়াত হোসেন লিটন (গ্রীস)।প্রচার সম্পাদকঃ মহসীন রহমান তালুকদার(কাতার), সহ প্রচার সম্পাদকঃ রুবেল মিয়া(কুয়েত), দপ্তর সম্পাদকঃ হাসানুল হক চুন্নু (বাহরাইন), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকঃ আসাদ মিয়া(গ্রীস), সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকঃ বিলাল হোসেন(সৌদি আরব), মহিলা বিষয়ক সম্পাদিকাঃ নিগাদ জাহান চৌধুরী(যুক্তরাজ্য), ক্রীড়া সম্পাদকঃ সালাউদ্দিন জনি(যুক্তরাজ্য), সহ ক্রীড়া সম্পাদকঃ শোয়েব আহমেদ (ইতালি),
সমাজ কল্যান সম্পাদকঃ হেলাল উদ্দীন আহমেদ(আমেরিকা), সহ সমাজ কল্যাণ সম্পাদকঃ শেখ আমিনুল ইসলাম(আমেরিকা), প্রকাশনা সম্পাদকঃ মোঃ জাকির হোসেন(জর্ডান),সহ প্রকাশনা সম্পাদকঃ আলতাব হোসেন।
এছাড়া সবার মতামতের ভিত্তিতে আলি আজগর খান হামিদ (আমেরিকা) কে সম্মানীত সদস্য ঘোষনা করায় হয়।

সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন,(বিদেশ) প্রধান উপদেষ্টাঃ আলি আকবর খান(আমেরিকা) উপদেষ্টা মণ্ডলীরা যথাক্রমেঃ ব্যারিস্টার এনামুল হক(যুক্তরাজ্য) , মোতাব্বির হোসেন(গ্রীস),হেলাল উদ্দীন(যুক্তরাজ্য) , নুরুজজামান খান হানু(যুক্তরাজ্য),শামীম আহমেদ চৌধুরী(ইতালি) ,অলি আহাদ(যুক্তরাজ্য) , আলী আহমদ(ওমান), দিলোয়ার হোসেন শিবলী(যুক্তরাজ্য), কামাল চৌধুরী(ফ্রান্স) ।

উপদেষ্টা পরিষদ(বাংলাদেশ)যথাক্রমেঃ আবুল কাশেম চৌধুরী (উপজেলা চেয়ারম্যান,বানিয়াচং) শেখ বশির আহমেদ( সাবেক উপজেলা চেয়ারম্যান,বানিয়াচং) সাইদুল হাসান শামীম (এআইজি,সহকারী পুলিশ মহাপরিদর্শক)।
নুরুল আমিন পিপিএম,(ডেপুটি কমিশনার অফ পুলিশ,মতিঝিল ডিভিশন), রেজাউল মুহিত খান(রোটারিয়ান),আহমেদ জুলকারনাইন(সমাজ সেবক), মিজানুর রহমান খান(সাবেক ইউপি চেয়ারম্যান)।

এছাড়া সংগঠনের পৃষ্টপোষক কমিটির সদস্যরা হলেন,যথাক্রমেঃ জমির হোসেন(যুক্তরাজ্য) সাজ্জাদ খান টিপু(যুক্তরাজ্য) শেখ তাজ উদ্দীন (আমেরিকা) আব্দুল ওয়াহেদ(আমেরিকা) রেজওয়ান হোসেন খান মামুন(আমেরিকা) আব্দুস সালাম(যুক্তরাজ্য), মিজান মিয়া জসিম (আমেরিকা) নুরু উদ্দীন(যুক্তরাজ্য), মুস্তাকিম মিয়া(সৌদি আরব),আব্বাস উদ্দীন(স্পেন)।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন