­
­
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «  

বিশ্ব প্রবাসী বানিয়াচং কল্যাণ পরিষদের কমিটি ঘোষনা



আনন্দ উৎসব মুখরিত পরিবেশে ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে “বিশ্ব প্রবাসী বানিয়াচং কল্যান পরিষন এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশের একটি অন্যতম জেলা হবিগঞ্জ,জেলার অন্তর্গত হাওর বেষ্টিত একটি উপজেলার নাম বানিয়াচং।হাওড় বাওর,প্রাকৃতিক সৌন্দর্যের লিলাভূমি,সূফী সাধক,বরেণ্য রাজনিতীবিদ,শিল্প সাহিত্য, বুদ্ধীজিবীদের পদচারনায় ধন্য বানিয়াচং এর পুন্যভূমি।

বহির্বিশ্বেও বানিয়াচং বাসীদের গড়ে উঠেছে একটা শক্ত অবস্থান।সবার সাথে বন্ধুত্ব,ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধনকে সুসংহিত করার জন্যে এবং দেশের অসহায় হত দরিদ্র মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে,সারা বিশ্বে বসবাসরত বানিয়াচং উপজেলার সকল প্রবাসীদের মতামতের ভিত্তিতে,’মানবতার টানে,ভালবাসার বন্ধনে’, এই স্লোগান কে সামনে রেখে প্রতিষ্টা করা হয়েছে সামাজিক সংগঠন, “বিশ্ব প্রবাসী বানিয়াচং কল্যাণ পরিষদ।

ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে,আমেরিকা প্রবাসী আলী আজগর খান হামিদ এর সভাপণ্ডিতে ও কুয়েত প্রবাসী মিজানুর রহমান রুমন এর সঞ্চালনায়,এতে সর্বসম্মতি ক্রমে,আমেরিকা প্রবাসী আশরাফ হুসেন খান সুমন কে সভাপতি। কুয়েত প্রবাসী এ এইচ খান এনাম কে নির্বাহী সভাপতি এবং স্পেন প্রবাসী,সময় টেলিভিশনের স্পেন প্রতিনিধি সাইফুল আমিন কে সাধারন সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্যান্য সদস্য,সদস্যারা হলেন,সিনিয়র সভাপতিঃ নজরুল ইসলাম সোহেল(যুক্তরাজ্য),এছাড়া সহ সভাপতি হলেন আশিক আলম(ইটালি), এম এইচ খান রাজু(ফ্রান্স), সকিনা খাতুন সখি(যুক্তরাজ্য), তারেশ বাবু(বাহরাইন), মিজানুর রহমান চৌধুরী রুমন(কুয়েত), আনোয়ার হোসেন(কুয়েত), মিজানুর রহমান মিজান(কাতার), উবাইদুর রহমান বকুল (কাতার), মুজাহিদুল ইসলাম সুজন(যুক্তরাজ্য), মিজানুর রহমান স্বপন(স্পেন), ফেরদৌস চৌধুরী(যুক্তরাজ্য), শেখ মোস্তাক আহমদ(সৌদিআরব)।

সিনিয়র যুগ্ন সম্পাদকবৃন্দ হলেন হাসান দুলাল চৌধুরী(কুয়েত) এছাড়া যুগ্ন সম্পাদক হলেন আবুল কালাম(ইংল্যান্ড), সাগর মল্লিক (কাতার), সুহেল চৌধুরী(কাতার),মিজানুর আলম মিজান(ফ্রান্স)।সাংগাঠনিক সম্পাদক সালাউদ্দিন ফয়সল(বাহরাইন), শেখ হিমেল আহমেদ(সৌদি আরব),খালেদ আহমেদ(ইতালি),শামীম আহমদ(দুবাই) সাখাওয়াত হোসেন লিটন (গ্রীস)।প্রচার সম্পাদকঃ মহসীন রহমান তালুকদার(কাতার), সহ প্রচার সম্পাদকঃ রুবেল মিয়া(কুয়েত), দপ্তর সম্পাদকঃ হাসানুল হক চুন্নু (বাহরাইন), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকঃ আসাদ মিয়া(গ্রীস), সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকঃ বিলাল হোসেন(সৌদি আরব), মহিলা বিষয়ক সম্পাদিকাঃ নিগাদ জাহান চৌধুরী(যুক্তরাজ্য), ক্রীড়া সম্পাদকঃ সালাউদ্দিন জনি(যুক্তরাজ্য), সহ ক্রীড়া সম্পাদকঃ শোয়েব আহমেদ (ইতালি),
সমাজ কল্যান সম্পাদকঃ হেলাল উদ্দীন আহমেদ(আমেরিকা), সহ সমাজ কল্যাণ সম্পাদকঃ শেখ আমিনুল ইসলাম(আমেরিকা), প্রকাশনা সম্পাদকঃ মোঃ জাকির হোসেন(জর্ডান),সহ প্রকাশনা সম্পাদকঃ আলতাব হোসেন।
এছাড়া সবার মতামতের ভিত্তিতে আলি আজগর খান হামিদ (আমেরিকা) কে সম্মানীত সদস্য ঘোষনা করায় হয়।

সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন,(বিদেশ) প্রধান উপদেষ্টাঃ আলি আকবর খান(আমেরিকা) উপদেষ্টা মণ্ডলীরা যথাক্রমেঃ ব্যারিস্টার এনামুল হক(যুক্তরাজ্য) , মোতাব্বির হোসেন(গ্রীস),হেলাল উদ্দীন(যুক্তরাজ্য) , নুরুজজামান খান হানু(যুক্তরাজ্য),শামীম আহমেদ চৌধুরী(ইতালি) ,অলি আহাদ(যুক্তরাজ্য) , আলী আহমদ(ওমান), দিলোয়ার হোসেন শিবলী(যুক্তরাজ্য), কামাল চৌধুরী(ফ্রান্স) ।

উপদেষ্টা পরিষদ(বাংলাদেশ)যথাক্রমেঃ আবুল কাশেম চৌধুরী (উপজেলা চেয়ারম্যান,বানিয়াচং) শেখ বশির আহমেদ( সাবেক উপজেলা চেয়ারম্যান,বানিয়াচং) সাইদুল হাসান শামীম (এআইজি,সহকারী পুলিশ মহাপরিদর্শক)।
নুরুল আমিন পিপিএম,(ডেপুটি কমিশনার অফ পুলিশ,মতিঝিল ডিভিশন), রেজাউল মুহিত খান(রোটারিয়ান),আহমেদ জুলকারনাইন(সমাজ সেবক), মিজানুর রহমান খান(সাবেক ইউপি চেয়ারম্যান)।

এছাড়া সংগঠনের পৃষ্টপোষক কমিটির সদস্যরা হলেন,যথাক্রমেঃ জমির হোসেন(যুক্তরাজ্য) সাজ্জাদ খান টিপু(যুক্তরাজ্য) শেখ তাজ উদ্দীন (আমেরিকা) আব্দুল ওয়াহেদ(আমেরিকা) রেজওয়ান হোসেন খান মামুন(আমেরিকা) আব্দুস সালাম(যুক্তরাজ্য), মিজান মিয়া জসিম (আমেরিকা) নুরু উদ্দীন(যুক্তরাজ্য), মুস্তাকিম মিয়া(সৌদি আরব),আব্বাস উদ্দীন(স্পেন)।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন