­
­
বুধবার, ৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বকে বদলে দিতে বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ  » «   প্রবাসীদের ভোট পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি  » «   নাসার সাথে চুক্তি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটে যুক্ত হলো বাংলাদেশ  » «   সারা দেশে সরকারি ফার্মেসি চালু করছে সরকার  » «   ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে বাটা-কেএফসি ভাংচুর : ৪ মামলা, গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান  » «   গাজায় গণহত্যা: ছয় জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর, হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ  » «   গাজার ৫০ শতাংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে, সংকুচিত হয়ে পড়ছেন ফিলিস্তিনিরা  » «   গাজায় ইসরায়েলি আগ্রাসন : প্রতিবাদে সামিল বাংলাদেশ  » «   যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ: বাংলাদেশের জন্য সুযোগও সৃষ্টি হতে পারে  » «   ১০০ ডলারের টি-শার্টের শুল্ক ৪৯ ডলার!  » «   বাংলাদেশসহ ১৩ দেশের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা সৌদির  » «   ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «  

‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তি করতে হলে মুক্তিযুদ্ধের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে’
যুক্তরাজ্য জাসদের বিজয় দিবসের ভার্চুয়াল সভায় হাসানুল হক ইনু এমপি



বাংলাদেশের জাতীয় বিজয় দিবসের ৪৯তম বার্ষিকী উদযাপন উপলক্ষে যুক্তরাজ্য জাসদ আয়োজিত ভার্চুয়াল সভায় জাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী এবং তথ্যমন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযুদ্ধা জননেতা হাসানুল হক ইনু এমপি এ কথা বলেন । যুক্তরাজ্য জাসদের বিজয় দিবসের এই ভার্চুয়াল সভায় তাঁর বক্তব্যের শুরুতে তিনি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সাথে সাথে গভীর শ্রদ্ধার সাথে স্বরন করেন বাংলাদেশের স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে । তিনি বলেন, ৪৯তম বিজয় দিবসে বাংলাদেশে অনেক ঘাটতি আছে, অসম্পুর্নতা আছে। তাই সবকিছু মোকাবেলা করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে স্বাধীনতার সুবর্ন জয়ন্তির দিকে এগিয়ে যেতে হবে । তিনি বলেন, আমরা যখন আজ বিজয়ের ৪৯তম বার্ষিকী পালন করছি তখন সাথে সাথে পালন করছি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং বাংলাদেশ মোকাবেলা করছে বৈশ্বয়িক করোনা যুদ্ধ । তিনি বলেন, ‘৭১ এর পরাজিত শত্রু রাজনৈতিক অঙ্গন থেকে পিছু হঠেছে শুধু কিন্তু তাঁরা বিতাড়িত হয়নি এবং এখনও আত্মসমর্পন করেনি । তাই বাংলাদেশেকে রাজনৈতিক ভাবে অস্হিতিশীল করতে তাদের ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে । এই রাজনৈতিক মোল্লারা কখনও পাকিস্হানের ভাড়াটি খেলোয়ার আবার কখনও বিএনপি জামাতের ভাড়াটে খেলোয়ার হয়ে বাংলাদেশের সংবিধানের বিরোদ্ধে অবস্হান নিচ্ছে ।এ প্রসঙ্গে তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশ চলবে সংবিধানের চার মুলনীতি গনতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপ্রেক্ষতা এবং জাতিয়তাবাদের উপর ভিত্তি করে, কোন রাজনৈতিক মোল্লাদের ফতোয়ায় নয় । তিনি আরো বলেন, সংবিধানের যেমন কোন বিকল্প নেই, তেমনি ভাস্কর্যেরও কোন বিকল্প নেই । তাই বাংলাদেশের ভবিষ্যৎ ঐ চিহ্নিত রাজনৈতিক মোল্লাদের কাছে ছেড়ে দেওয়া যায়না । ঐসব রাজনৈতিক মোল্লারা ২০০৯ থেকে এখনও পর্যন্ত বাংলাদেশের রাজনীতিকে ঘোলা করছে এবং বিএনপি তাদের কৌশলগত সমর্থন দিচ্ছে। তাই তাদের কার্যকলাপকে কোনভাবে ছাড় না দিয়ে রাজনৈতিক দরকারে রাজনৈতিক মোল্লাদের দমন করতে হবে । এ প্রসঁঙ্গে তিনি মুক্তিযুদ্ধের সকল প্রগতিশীল রাজনৈতিক শক্তিকে মধ্যপন্হা অবলম্বন না করে রাজনৈতিক মোল্লাদের সংবিধান বিরোধী কার্যকলাপের বিরোদ্ধে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার জন্য আহবান জানান । জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী আরো বলেন, গনতন্ত্রের মুল কথা হচ্ছে কঠিন আইনের শাসন । তাই দুর্নীতি, দলবাজ, ভাস্কর্য ভাংচুরদের বিরোদ্ধে যথাযত আইনানুগ ব্যবস্হার মাধ্যমে দেশে সুশাসন কায়েম করতে হবে এবং দেশকে অসাম্প্রদায়িক সমাজতান্ত্রিক বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে ।

যুক্তরাজ্য জাসদের সভাপতি বীর মুক্তিযুদ্ধা এডভোকেট হারুনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলুর পরিচালনায় উক্ত ভার্চুয়াল সভায় প্রধান বক্তা হিসাবে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী,তথ্যমন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি এবং চৌদ্দদলীয় ঐক্যজোটের অন্যতম নেতা বীর মুক্তিযুদ্ধা জননেতা হাসানুল হক ইনু এমপি ছাড়াও আরো বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় স্হায়ী কমিটির অন্যতম সদস্য এবং শহীদ কর্ণেল আবু তাহের অনুজ প্রফেসর ডঃ আনোয়ার হোসেন, জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ সভাপতি এবং সিলেট জেলা জাসদের সভাপতি জননেতা লোকমান আহমদ, জাসদ স্হায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক নাদের চৌধুরী, জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং মৌলবী বাজার জেলা জাসদের সভাপতি জননেতা আব্দুল হক, জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং সিলেট জেলা জাসদের সহ সভাপতি, বীর মুক্তিযুদ্ধা মরহুম আকতার আহমদের স্ত্রী শামীমা আকতার, জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ সম্পাদক এবং সিলেট জেলা জাসদের সাধারন সম্পাদক কিবরিয়া চৌধুরী, জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য এবং মৌলবী বাজার জাসদের সাধারন সম্পাদক নাজিম উদ্দিন নজরুল, সিলেট মহানগর জাসদের সাধারন সম্পাদক গিয়াস আহমদ এবং যুক্তরাজ্য ন্যাপের সভাপতি আব্দুল আজিজ ।

যুক্তরাজ্য জাসদের যারা শুভেচ্ছা বক্তব্য রাখেন তারা হলেন যথাক্রমে, সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, যুক্তরাজ্য এবং ইউরোপিয়ান জাসদ নেতা মতিয়ুর রহমান মতিন, সহ সভাপতি মজিবুল হক মনি, সহ সভাপতি সৈয়দ বদরুল হক এনাম, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শাহজাহান, যুগ্ম সাধারন সম্পাদক সালেহ আহমদ, সাংগঠ্নিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, দপ্তর সম্পাদক সাবুল সামসুজ্জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান শানুর, অর্থ বিষয়ক সম্পাদক রেদঁয়ান খাঁন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফারুক মিয়া, যুক্তরাজ্য জাসদের কার্যকরী কমিটির সদস্য শামীম আহমদ । ভার্চুয়াল সভায় আরও যারা অংশগ্রহন করেন তারা হলেন, যুক্তরাজ্য জাসদের মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা বিলকিস মনসুর, যুক্তরাজ্য নারীজোট এবং কার্যকরী কমিটির সদস্য জোসনা পারভীন । এছাড়া ব্যক্তিগত অসুবিধা থাকায় অংশগ্রহন করতে না পারার জন্য ফোনে অপারগতা প্রকাশ করেন যুক্তরাজ্য নারীজোট নেত্রী রেহানা বেগম এবং যুক্তরাজ্য জাসদের প্রচার যোগাযোগ সম্পাদক এমরান আহমদ ।

যুক্তরাজ্য জাসদের সভাপতি বীর মুক্তিযুদ্ধা এডভোকেট হারুনুর রশীদ তাঁর সমাপনি বক্তব্যে ভার্চুয়াল সভায় অংশগ্রহন করার জন্য জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সন্মানিত সকল নেতৃবৃন্দকে যুক্তরাজ্য জাসদের পক্ষ থেকে ধন্যবাদ জানান । তিনি তাঁর বক্তব্যে সংবিধানকে সমুন্নত রেখে ফতোয়াবাজ রাজনৈতিক মোল্লাদের ষড়যন্ত্রের বিরোদ্ধে কঠোর ব্যবস্হা গ্রহন করে মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সুবর্ন জয়ন্তির পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান ।

প্রেস রিলিজ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন