সিলেটের জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে ট্রাকচাপায় দুই শিশুসহ অটোরিকশার পাঁচ আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। এ সময় আহত হয়েছে আরও দুজন। উপজেলার ফেরিঘাট এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই উপজেলার রুপচেং গ্রামের ছাবিয়া বেগম (৪০),সাকিয়া আক্তার (৮),শাহাদাৎ হোসেন (৩মাস),ও সিএনজি ড্রাইভার হোসেন আহমদ (৩৫)এই চার জন নিহত হয়।
এবং গুরুতর আহত অবস্থায় হবিবুন নেছা (৩০) মোঃজাকারিয়া(৪৮), হাসিনা বেগম(৩৮) কে সিলেট এম এ জি ওসমানী হাসপাতারে প্রেরণ করা হয়েছে। পরবর্তিতে চিকিৎসাধীন অবস্থায় হবিবুন নেছা (৩০) মৃত্যুবরণ করে।
জানা যায় রবিবার সকাল ৬ টায় সিএনজিচালিত অটোরিকশা যোগে যাএীরা তাদের এক আত্নীয়র বাড়ি একই উপজেলার ভাইটগ্রামে মৃতুর সংবাদ শুনে দেখতে যাওয়ার পথে মহাসড়কে দ্রুতগামী একটি ড্রামট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে চারজন নিহত হয়। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দস্তগীর আহমেদ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন।