বানিয়াচংয়ে উপজেলা পর্যায়ের নন মিউনিস্যিপাল মাষ্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
উক্ত প্রকল্পটি বানিয়াচং জিসি টু সুজাতপুর জিসি ভায়া গার্লস স্কুল-মন্দরী ইউপি অফিস উত্তর সাঙ্গর ও দক্ষিন সাঙ্গর সড়কের ৯৩৫ চেঃ থেকে ১২৩৫ চেঃ পর্যন্ত আরসিসি ড্রেন ও চল্লিশ ফুট আউটলেট নির্মান করা হবে।
প্রকল্পটির অধীনে মোট তিনটি কাজের নির্মান ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৫১ লক্ষ টাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি গ্রাম শহরের উন্নতি এই শিরোনামে শহরের মত গ্রামের উন্নয়ন করার জন্য শহরের ন্যায় ড্রেন ও অন্যান্য অবকাঠামো নির্মান কাজ শুরু করা হয়েছে। প্রকল্পের কাজ পরিদর্শন করে উপজেলা চেয়ারম্যান সন্তুষ্টি প্রকাশ করেছেন।
৬ডিসেম্বর রবিবার দুপুর ২ টায় বানিয়াচং উপজেলার ৪ নম্বর ইউনিয়নের সাগরদিঘীর পশ্চিমপাড়া গ্রামে প্রকল্পটি পরিদর্শন করেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম,সাবেক ছাত্রলীগ সভাপতি আনোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, আওয়ামীলীগ নেতা ময়েজ উদ্দিন, কৃষকলীগ নেতা কাউছার হোসেন, শীলু মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক তাপস হোম, শাহ সুমন।
ফরহাদ হোসেন সুমন