লেবাননের প্রবীণ প্রবাসী সিরাজুল ইসলাম আর নেই( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিরাজুল ইসলাম এর দেশের বাড়ী নোয়াখালী জেলায়। তিনি সেনবাগ থানার আবদুল জাব্বারের ছেলে।
১৯৯৮ সালে জীবন জীবিকার তাগিদে লেবানন আসেন সিরাজুল ইসলাম। তিনি দীর্ঘ ২২টি বছর প্রবাস জীবন কাটিয়ে ২৯ নভেম্বর রবিবার পৃথিবী থেকে চির বিদায় নিয়েছেন । প্রবীন এই রেমিটেন্স যোদ্ধা লেবাননের বিভাগীয় শহর জুনিতে জমুজবা এলাকায় আউন সুপার মার্কেটে কর্মরত ছিলেন।
গত ১৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর এদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত লকডাউন সময়ে সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত মার্কেট খোলা থাকায় কাজ করেছেন তিনি। রবিবার সপ্তাহিক ছুটির দিন থাকায় মার্কেটও বন্ধ ছিল। তিনি নিজ বাসায় অবস্থানরত ছিলেন।
বাসায় অবস্থানকালে বিকেল ৫টায় তার বুকে ব্যাথা অনুভব করলে সহকর্মীরা লেবাননের রেডক্রসকে সংবাদ দিলে দ্রুততায় তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানের দায়িত্বরত চিকিৎসক জানায় সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।মৃত্যুকালে স্ত্রী, চার মেয়ে ও মাকে রেখে গেছেন।
এদিকে লেবাননের প্রবীণ প্রবাসী সিরাজুল ইসলামের মৃত্যুর সংবাদে দেশের বাড়ীতে শোকের ছায়া নেমে আসে । পরিবারের পক্ষ থেকে তার লাশ দ্রুততায় দেশে প্রেরণের জন্য বৈরুত বাংলাদেশ দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছেন।