বীর মুক্তিযোদ্ধা নেছাওর আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ অনুষ্টানে সভাপতির বক্তব্যে জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক, জেলা আওয়ামিলীগ নেতা ও ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট সুয়েব আহমদ বলেন, ”সমাজের সকল শ্রেনী পেশার মানুষের অধিকার বাস্তবায়নে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন, তার একজন কর্মী হিসেবে এবং সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে আমার পিতা মরহুম নেছাওর আহমদ মাষ্টার এর নামে প্রতিষ্ঠিত বীর মুক্তিযুদ্ধা নেছাওর আহমদ মাষ্টার ফাউন্ডেশনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আমাদের পরিবারের সদস্য দের উদ্যোগে এই ক্ষুদ্র প্রয়াস।”
তিনি বলেন সমাজের বিত্তবান দের উচিৎ নিজ নিজ অবস্থান থেকে অসহায় ও নিম্নবিত্তের পাশে দাড়ানো। এসময় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযুদ্ধা নেছাওর আহমদের সহধর্মিণী মিসেস রকিবা বেগম,সিলেট জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এম শাহরিয়ার কবির সেলিম, সাবেক ছাত্রলীগ নেতা ও সাংবাদিক রুহুল আলম চৌধুরী উজ্জ্বল, নেছাওর আহমদ মাষ্টার এর সন্তান সিদ্দিক আহমদ মাস্টার (ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান),সিলেট মহানগর শ্রমিকলীগের সহ -সভাপতি তাজ উদ্দিন খান আলম,আব্দুল করিম পাখি,সহ-সাধারণ সম্পাদক মির্জা হামিদ অভি,সহ -সাংগঠনিক সম্পাদক শুপংকার দাশ,সহ-সাংগঠনিক সম্পাদক এনাম হোসেইন,সমাজ কল্যান সম্পাদক কারী রমিজ উদ্দিন, সিলেট জেলা চিকিৎসক কল্যান সমিতির সভাপতি বিদ্যা রত্ম রায়,শিক্ষানবীশ আইনজীবী শাহীন আহমদ,টিটু সুলতান রায় প্রমূখ।