মানবিক মন ও ইচ্ছা শক্তি থাকলে, যে কোন পরিস্থিতে ভালো কিছু করা যায়- বিশ্বব্যাপী তার ভুরিভুরি উদাহরণ রয়েছে। প্রতিদিন অগণিত ঘটনা আমাদের চোখের সামনে ঘটে, যেখানে অন্যের সাহায্য পেলে জীবন রক্ষা পেতে পারে মারাত্নক দূর্ঘটনা বা বিপদ থেকে।
তবে এতদিন এইসব ভালোকাজ, মানবিক হৃদয়ের কিছু মানুষ যে করছে না, তাও বলা যাবে না। ‘মানুষ মানুষের জন্য’- এই উদাহরণটি সমাজে উজ্জ্বল বিশ্বাসে আছে বলেই হয়তো ভালোকাজে অগণণ মানুষ পরোপকারী ও কারো সাহায্যে মানুষের পাশে থাকে।
কাতার প্রবাসী বাংলাদেশী নাগরিক মোহাম্মদ ইয়াছিন এই রকম একটি মানবিক কাজ করে দেশটির মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন।পাশাপাশি গোটা প্রবাসীদের মুখও উজ্জ্বল করেছেন।
বিস্তারিত দেখুন সাগর চৌধুরীর প্রতিবেদনে। কণ্ঠ : ফারজানা আহমেদ।