­
­
বুধবার, ৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
নাসার সাথে চুক্তি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটে যুক্ত হলো বাংলাদেশ  » «   সারা দেশে সরকারি ফার্মেসি চালু করছে সরকার  » «   ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে বাটা-কেএফসি ভাংচুর : ৪ মামলা, গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান  » «   গাজায় গণহত্যা: ছয় জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর, হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ  » «   গাজার ৫০ শতাংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে, সংকুচিত হয়ে পড়ছেন ফিলিস্তিনিরা  » «   গাজায় ইসরায়েলি আগ্রাসন : প্রতিবাদে সামিল বাংলাদেশ  » «   যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ: বাংলাদেশের জন্য সুযোগও সৃষ্টি হতে পারে  » «   ১০০ ডলারের টি-শার্টের শুল্ক ৪৯ ডলার!  » «   বাংলাদেশসহ ১৩ দেশের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা সৌদির  » «   ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «  

আফনারা আন্দোলন খরলে আমার ভাইর বিচার ফাইমু



 

 সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমদের যুক্তরাজ্য প্রবাসী বোন রুবা আকতার একমাত্র ভাই হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন।

১৪ অক্টোবর বুধবার বিকাল ৪টায়  ভয়েস ফর জাস্টিস ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে কোভিড ১৯ এর কঠোর বিধি নিষেধ উপেক্ষা করে শতাধিক  মানুষ মানববন্ধনে অংশনেন।

প্রবীন কমিউনিটি নেতা ও সংগঠনের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে এক সময় অংশনেন নিহত রায়হান আহমদের একমাত্র বোন রুবা আকতার। এসময় তাঁকে ভাইয়ের পোস্টারের ছবি জড়িয়ে অঝোরে কাঁদতে দেখা যায়। তার সাথে মানববন্ধনে এসেছিলেন  যুক্তরাজ্যে বসবাসরত  তার স্বজন,পরিজনরাও।

সভার শেষ পর্যায়ে রুবা আকতার তার বক্তব্যে বলেন, এখন পর্যন্ত  পুলিশ আমার ভাইর হত্যাকরীদের গ্রেফতার করতে পানেনি। তিনি রায়হানকে ছিনতাইকারীর মতো মিথ্যা অপবাদেরও নিন্দা জানান।

রুবা আকতার কান্নাজড়িত কণ্ঠে বলেন, পুলিশ ধরে নিয়ে নির্যাতন করে রায়হানকে হত্যা করেছে। এর প্রমান হিসেবে সিসি টিভি ফুটেজ ও ফোন কলের প্রমান এসেছে বিভিন্ন গণমাধ্যমে । আমার ভাই কী রকম ছিলেন, তা আপনারা ইতিমধ্যে স্যোসাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন। পাড়া -প্রতিবেশী  সকলেই তার সম্পর্কে বলেছেন- রায়হান কেমন ছেলে ছিল।

রুবা আকতার  ব্রিটেন, বাংলাদেশ সহ বিশ্বের সকল বাংলাদেশী ও সংবাদ , গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন,  ‘আপনারাই এখন আমার আপনজন। আমি ভাই হারিয়েছি। আর কোন মা, বোন,স্ত্রী , সন্তান যেন এভাবে স্বজন হারা না হয়।’

কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, ‘আফনারা  সবখানো কথা বলছইন , আমরাও সাহস ফাইচ্ছি।আফনারা আন্দোলন খরলে আমি আমার ভাইর বিচার ফাইবো।’

কমিউনিটি নেতা মোহাম্মদ শফিক খানের পরিচালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র ওহিদ আহমদ, জাস্টিস ফর রোহিঙ্গা ইউকের ডাইরেক্টর ড. শায়েখ রামজি, সাপ্তাহিক সুরমার সম্পাদক শামসুল আলম লিটন, কমিউনিটি নেতা আলহাজ্ব নুর বকশ, অধ্যাপক আব্দুল কাদের সালেহ, মাওলানা রফিক আহমদ।

এছাড়াও বক্তব্য রাখেন নিহত রায়হান আহমদের  ভগ্নিপতি মফজ্জিল আলী,ভাগনি মাহিয়া আক্তার, সাংস্কৃতিক কর্মী তাজবির চৌধুরী শিমুল, সাংবাদিক জয়নাল আবেদীন, সাবেক কাউন্সিলার শাহ আলম,অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরী, কমিউনিটি কর্মী হাজী হাবিব, আব্দুল মুকিত রাজিব, ইকুয়েল রাইটস ইন্টারন্যাশনাল এর চেয়ারমান সাংবাদিক মাহবুব আলী খানসূর, ভাইস চেয়ারম্যান নউশিন মোস্তারী মিয়া ,রাইহান চৌধুরী, আবু জাফর আব্দুল্লাহ, সাইয়েদ জাকারিয়া, শাহেদ রহমান, বিএনপি নেতা কদর উদ্দিন প্রমূখ ।

বক্তারা  রায়হান আহমদকে পুলিশি হেফাজতে পিটিয়ে নির্মমভাবে হত্যার তীব্র  নিন্দা জানিয়ে বলেন,  এখন পর্যন্ত  রায়হানের হত্যাকারীদের কেউ গ্রেফতার হয়নি। প্রশাসন দায়সাড়া আবেগী কথা বলছে। এখন পযন্ত যা কিছু জানা গেছে এবং আলামত পাওয়া গেছে তা সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের মাধ্যমেই সকলে জানছেন। যা দেশে বিদেশে আমাদেরকে চরম হতাশ করছে।

ভয়েস অফ জাস্টিজ এর পক্ষ থেকে  অনতিবিলম্বে খুনী পুলিশ অফিসারদের গ্রেফতার করে সুবিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবী জানানো হয় । এছাড়া নিহত রায়হান আহমদের দুই মাসের শিশু ও পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং সরকারের দায়িত্ব নেওয়ার জোর দাবী জানানো হয় । পুলিশ জনগণের রক্ষক হয়েও অন্যায়ভাবে যে সব চাঁদাবাজি, ক্রস ফায়ার ও গণ হয়রানীমূলক কাজ করছে তার তদন্ত পূর্বক বিহীত ব্যবস্থা গ্রহণ ও বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন