মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্বামী রফিকুল ইসলাম, দুই ছেলে এবং দুই মেয়ে সহ আত্মীয় ও পরিবার পরিজন রেখে গেছেন। শনিবার বাদ এশা তার জানাযা নামায শেষে তাকে তাদের পারিবারিক কবরস্থান সমাহিত করা হয়েছে ।
উল্লেখ্য তার বাড়ী চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজামপুরে। লন্ডন অবস্থানরত মরহুমার ছেলে তবারকুল ইসলাম পারভেজ তার মাতার আত্মার শান্তি কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেছেন ।
লন্ডন বাংলা প্রেসক্লাবের শোক
ক্লাব সদস্য ও দৈনিক প্রথম আলোর লন্ডন প্রতিনিধি মেধাবী সাংবাদিক তবারকুল ইসলাম পারভেজের মাতা আলেয়া বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ক্লাব সভাপতি এমদাদুল হক চৌধুরী,সাধারণ সম্পাদক মুহাম্মদ জুবায়ের ও ট্রেজারার আ স ম মাসুম।
এক যৌথ শোক বার্তায় ক্লাব নেতৃবৃন্দ বলেন, মরহুমা আলেয়া বেগম একজন আদর্শ মাতা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তিনি তার সন্তান সন্ততিদের আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে মৃত্যুর আগ পর্যন্ত নিবেদিত ছিলেন ।তার আকস্মিক প্রয়ানে পরিবারের ক্ষতি অপূরণীয় ।
ক্লাব নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। তার পরিবারকে এই শোক কাটিয়ে উঠার ধৈর্যধারণের শক্তি প্রদানের জন্য তারা প্রার্থনা করেন ।