­
­
বুধবার, ৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বকে বদলে দিতে বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ  » «   প্রবাসীদের ভোট পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি  » «   নাসার সাথে চুক্তি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটে যুক্ত হলো বাংলাদেশ  » «   সারা দেশে সরকারি ফার্মেসি চালু করছে সরকার  » «   ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে বাটা-কেএফসি ভাংচুর : ৪ মামলা, গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান  » «   গাজায় গণহত্যা: ছয় জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর, হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ  » «   গাজার ৫০ শতাংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে, সংকুচিত হয়ে পড়ছেন ফিলিস্তিনিরা  » «   গাজায় ইসরায়েলি আগ্রাসন : প্রতিবাদে সামিল বাংলাদেশ  » «   যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ: বাংলাদেশের জন্য সুযোগও সৃষ্টি হতে পারে  » «   ১০০ ডলারের টি-শার্টের শুল্ক ৪৯ ডলার!  » «   বাংলাদেশসহ ১৩ দেশের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা সৌদির  » «   ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «  

স্পেন দূতাবাস  প্রবাসীদের আটকে পড়া  পাসপোর্ট  ও পুলিশ ক্লিয়ারেন্স  দ্রুত পেতে কাজ করছে



 

বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ টীম পূর্ব ঘোষনা অনুযায়ী ২২,২৩,২৪,ও ২৫ আগস্ট বার্সেলোনা শহরের একটি হলরুমে দূতাবাসের অধিনে নিরপেক্ষ স্থানে কন্স্যুলার সেবা প্রদান করেছে।

সকাল ৯টা থেকে কাতালোনীয়া রাজ্যের বিভিন্ন স্থান থেকে পূর্ব নির্ধারিত সিরিয়াল অনুযায়ী সেবা নিতে আসা আসেন প্রবাসী বাংলাদেশিরা।  টানা চারদিন এ সেবা প্রদান করে বাংলাদেশ দূতাবাস।

সাম্প্রতিক সময়ে  স্পেনে কোভিড-১৯ দ্বিতীয় ধাপে বৃদ্ধি পাওয়াতে দূতাবাস নির্ধারিত-  ‘প্রতি মাসের বার্সেলোনায়  সেবা কার্যক্রম‘  চালু রাখা সম্ভব হয়ে ওঠেনি বলে ৫২বাংলার সাথে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন-  স্পেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও মিশন উপ-প্রধান  এম হারুন আল রশিদ।

কোভিড পরিস্থিতির কারণে  দূতাবাসের সেবা কার্যক্রম  সুনিদৃষ্ট দিন ও সময়ে  দেয়া হবে। এজন্য সেবা গ্রহীতাদেরকে দূতাবাসের নোটিশ দেখে, সেবার বিষয় জেনে, নিদৃষ্ট  তারিখে এপয়েন্টম্যান্ট করার  অনুরোধ করা হয়েছে।

কোভিড ১৯ সংকট সময়ে সকলের জন্য সেবা নিশ্চিতকরণে   বার্সেলোনা কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দের আন্তরিক  সহযোগিতার আহ্ববান জানিয়েছে দূতাবাস।

করোনা পরিস্থিতির কারণে ঢাকার স্পেন দূতাবাসের কার্যক্রম বন্ধ  রয়েছে। এদিকে স্পেনে বাংলাদেশীদের   বৈধ্যতার আবেদনের জন্য বাধ্যতামূলক  ‘পুলিশ ক্লিয়ারেন্স‘  এর প্রয়োজন। যা এখন পাওয়া যাচ্ছে না। এ নিয়ে স্পেন প্রবাসীরা আছেন মারাত্নক সংকটে। ৫২বাংলার প্রশ্নের জবাবে মিশন উপ-প্রধান  এম হারুন আল রশিদ তাদের আন্তরিক প্রচেষ্টার কথা জানিয়েছে-

দেশে বাংলাদেশের পাসপোর্ট অফিসগুলোতে  আমলাতান্ত্রিক  জটিলতায় আটকে আছে কয়েক হাজার স্পেন প্রবাসীদের পাসপোর্ট। এদিকে পাসপোর্টের অভাবে  বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রবাসীরা।   স্পেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার জানিয়েছেন করোনা  পরিস্থিতির  কারণেই এই কার্যক্রম কিছুটা স্থবির  আছে।

মাদ্রিদে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও মিশন উপ-প্রধান এম হারুন আল রশিদ এর নেতৃত্বে চার দিনের সেবা দিতে  আসেন দুতাবাসের   প্রথম শ্রম সচিব মো.মুতাসসিমুল ইসলাম,দূতাবাস কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম,এএসএম রেজাশাহ পাহলভী ও অফিস সহকারী মো.শফিক ইসলাম।

দূতাবাসের সেবাসমূহের মধ্যে ছিল প্রবাসীদের এমআরপি নতুন পাসপোর্ট বিতরণ, নতুন আবেদনকারী এমআরপি’র এনরোলমেন্ট ,পাসপোর্ট রি-ইস্যু আবেদন গ্রহণ,৬ বছরের কমবয়সী বাচ্চাদের এমআরপির আবেদন গ্রহণ,মোবাইল ইউনিটের মাধ্যমে নতুন পাসপোর্টের আবেদনকারীর ছবি, ফিঙ্গার প্রিন্ট গ্রহণ,স্প্যানিশ পাসপোর্টধারী বাংলাদেশী নাগরিকদের নো-ভিসা আবেদন গ্রহণ,ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পূরনের আবেদন এছাড়াও প্রবাসীদের প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র সত্যায়ন এবং প্রবাসীদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর আবেদন গ্রহণ ইত্যাদি।

এদিকে  ৫২বাংলাকে সেবা গ্রহীতারা  দুতাবাস টীমের সেবা পেয়ে তাদের সন্তুস প্রকাশ করে অনেকে বলেছেন পূর্বের চেয়ে এবারের সেবার মান অনেকটা ভালো ছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন