এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি ব্রিটেনের করোনা পরিস্থিতি। তা সত্ত্বেও ব্রিটেনের উল্লেখযোগ্যসংখ্যক মানুষের কাছে একপ্রকার উপেক্ষিত আছে- স্বাস্থ্যবিধি। বেশ কয়েকদিন থেকে ব্রিটেনে উষ্ণ আবহাওয়া বিরাজ করছে।
এই দিনগুলোতে মানুষ নেমে পড়ছে সূর্যস্নানের জন্য। ব্রিটেনের উষ্ণ আবহাওয়া একাধারে বেশী সময় খুব কম থাকে। শুস্ক আবহাওয়ার জন্য সপ্তাহে বৃষ্টির ছোয়া বলা যায় থাকেই। কিন্ত করোনা কালের সামারে, বৃষ্টিতেও যেন ছন্দপতন ঘটেছে। আর এই সুযোগটিকে কাজে লাগাচ্ছেন- কর্মহীন এবং সামারহলিডে তে থাকা শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ। বলা হচ্ছে এখন ব্রিটেনে করোনার ঝুকি বাড়াচ্ছে সূর্যস্নান! ফারজানা আহমেদ এর কন্ঠে আনোয়ারুল ইসলাম অভির রিপোর্টে দেখুন বিস্তারিত-