হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারন সভা অুনষ্ঠিত হয়েছে গত ১৩ অক্টোবর রবিবার। এসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল মুছাব্বিরের সভাপতিত্বে দুপুর ১২ ঘঠিকার সময় সভাটি শুরু হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক আলী রেজা।
এতে গত বছরের (২০১৯) আর্থিক রিপোর্ট তোলে ধরেন সংগঠনের কোষাধক্ষ্য আকদ্দস আলী।গত বছরের বিভিন্ন কার্যক্রম নিয়ে সভায় আলোচনা হয়। এসোসিয়েশনে ফুড এন্ড হাইজিন কোর্স, ইসল ক্লাস নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়েছে, এখনও এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে প্রতি বৃহস্পতিবার বয়স্কদের জন্য পরিচালিত হচ্ছে লাঞ্চন ক্লাব (প্রবীন মেলা)। গত বছরে কমিউনিটির জন্য সমুদ্র উপকূলে ট্রিপের আয়োজন করা হয়।এতে শিশু-কিশোরসহ অভিভাবরা অংশগ্রহণ করেন।
এসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশের জাতীয় দিবসগুলো উদযাপন করা হয়েছে স্থানীয় বাংলাদেশী বংশদ্ভোত মানুষদের নিয়ে, অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।কমিউনিটির মানুষের প্রয়োজনে মানুষদের জরুরী কাগজে কাউন্টার সাইনের ব্যবস্থাও এ সেন্টারের নির্ধারিত একজন নির্বাহি সদস্য করে থাকেন।বাংলা স্কুলের কার্যক্রমও পরিচালিত হয়েছে গত বছর।
এছাড়া স্থানীয় জনসাধারনের সুবিধার্তে বিদ্যুৎ-গ্যাস, শিক্ষা-হাউজিং, বেনিফিটসহ বিভিন্ন ইস্যু নিয়ে প্রাথমিক পরামর্শ কার্যক্রম পরিচালিত হচ্ছে সপ্তাহে দুদিন।এসব কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা করেন মোবাশর উল্লাহ,আব্দুল কাদির, খসরুউল্লাহ,কয়েস খান, মহিউদ্দিন, সৈয়দ আব্দুল মান্নান প্রমূখ।