খেলাধুলা কেবল শরীর চর্চা নয় বরং মানসিক চর্চাও হয়। যুব সমাজের নৈতিক পরিবর্তনে খেলাধুলার প্রয়োজন। সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের নিদনপুরে মিনি ফুটবলের ফাইনাল খেলার পুরস্কার বিতরণীতে এ কথা বলেছেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
৮ মার্চ রোববার নিদনপুর সমাজকল্যাণ সংস্থার আয়োজনে প্রধান আলোচক ছিলেন বিয়ানীবাজার পৌর মেয়র আব্দুস শুকুর।
সংস্থার সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও মোস্তাক আহমদ সুমনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় কাউন্সিলর আব্দুর রহমান আফজল, সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক একাত্তর টিভি আমিরাত প্রতিনিধি লুৎফুর রহমান, আমিরাত প্রবাসি কবীর উদ্দিন, স্থানীয় আওয়ামী লীগ সভাপতি মারুফ হোসেন সহ আরো অনেকে।
ফাইনাল খেলায় নিদনপুর ব্রাদার্স স্পোর্টিং ক্লাব ২-১ গোলে মোল্লাপুর এমজিকে হারিয়ে বিজয়ী হবার গৌরব অর্জন করে।
খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কয়ছর আহমদ, সাইদুল আলম জাবের, ইমরান হোসেন, আবু জাফর, জাকারিয়া আহমদ, শিপন আহমদ, সাইদুর রহমান, ইসমাইল আলী, মাজেদ আহমদ, মাসুদ আহমদ।
খেলার পৃষ্ঠপোষকতা করেন লুৎফুর রহমান, ফরিদ উদ্দিন, ফয়সল আহমদ ও সায়ফুল আলম জুবের।
খেলায় বিজয়ীকে নগদ ১০ হাজার টাকা ও দ্বিতীয় অবস্থানকারি দলকে ৫ হাজার টাকা পুরস্কার দেয়া হয়।