আবুধাবি পুলিশ অবৈধ ঔষধ ও মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে মাদকদ্রব্য পাচারকারী একটি গ্যাংয়ের সাথে জড়িত সাত জনকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে প্রায় ১.২ মিলিয়ন (বড়ি) মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।
৪ আগষ্ট মঙ্গলবার পুলিশের এক উর্ধতন সূত্র জানায়, সন্দেহভাজনরা দীর্ঘ চার মাস গোয়েন্দা পুলিশের বিশেষ নজরদারিতে ছিল । পুলিশ আমিরাতে তাদের চলাচলকে রাড়ারের মাধ্যমে নিবিড় পর্যবেক্ষণে রেখেছিল।
আবুধাবি পুলিশের মাদকবিরোধী অধিদপ্তরের পরিচালক কর্নেল তাহের বলেন, আমরা প্রথম সন্দেহভাজনকে ১২০,০০০ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করি। পরবর্তী জেরা ও তদন্তের ভিত্তিতে অন্যদের গ্রেপ্তার করতে সক্ষম হই। এদের মধ্যে গ্রেপ্তার হওয়া দ্বিতীয় সন্দেহভাজন গ্যাং নিয়ন্ত্রক নেটওয়ার্কের মূল ভূমিকা পালন করে আসছিল। যার মাধ্যমে সে মাদকদ্রব্য ক্রয় -বিক্রয় করত। আটক কালে তার কাছ থেকে ১৫,০০০ বড়ি উদ্ধার করা হয়।
তিনি উল্লেখ করেন মাদক চোরাচালান ও বিক্রয় একটি দণ্ডনীয় অপরাধ হিসাবে বিবেচিত। মাদকবিরোধী বিভাগের পুলিশ সদস্যদের সহযোগিতা ও মাদকের ক্রিয়াকলাপ সম্পর্কিত যে কোনও তথ্য 800 26 26 নম্বরে ফোন করে অবহিত করার আহ্বান জানিয়েছেন।