বাগেরহাট জেলার, কচুয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সাথে আইন শৃঙ্খলা বাহিনীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয়া দূর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে পরিচালনার লক্ষে মঙ্গলবার সকালে কচুয়া থানা চত্তরে অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলামের সভাপতিত্বে মত বিনিময় সভা প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাডঃ দিলীপ কুমার মল্লিক,সাধারন সম্পাদক পুলিন বিহারী সাহা, কচুয়া সদর চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, রাড়িপাড়া ইউপি চেয়ারম্যান তাসলিমা বেগম, মঘিয়া ইউপি চেয়ারম্যান এ্যাডঃ পংকজ কান্তি অধিকারী, গজালিয়া ইউপি চেয়ারম্যান সেখ নাছিরউদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলার ৪২টি মন্দিরের পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ।