বছর ঘুরে এসেছে ঈদ, তবে নেই কোনো আনন্দ হই হোল্লোর কুলাকুলি, নেই উৎসবের চিরচেনা আমেজ। পর্তুগালের রাজধানী লিসবন, উপকূলীয় পর্তুসহ বিভিন্ন স্থানে প্রতিবছরের ন্যায় সাদামাটা ভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয় কিন্তু কভিট ১৯ এর কারনে জনসমাগম বেশি হওয়ার ফলে এবার ও অনেক মসজিদে মেলেনি ঈদের জামাতের অনুৃমতি।
লিসবন সেন্ট্রাল মসজিদ সহ কাসকাইস, অধিবিলাস, সেতুবাল, লারান্জাইরা, সাকাবাই এবং দামাইয়া এলাকার মসজিদ এবং ঈদগাহ গুলোতে হ্যান্ড সেনিটেইজার, মাস্ক পরিধান এবং ২ মিটার সামাজিক দূরত্ব নিশ্চিত করে অনুষ্ঠিত হয় ঈদুল আযহার জামাত।
অপরদিকে বন্দরনগরী পর্তুতে সেন্ট্রাল মসজিদের প্রথম জামাত সকাল ৭ টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হয়, এছাড়া পর্তু বাংলাদেশী অধ্যুষিত এলাকায় প্রথম জামাত সকাল ৮ টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়।
অনুমতি মেলেনি লিসবনের বাংলাদেশী অধ্যুষিত এলাকা রোয়া দা বেনফরমসোর বড় মসজিদের সবচেয়ে বড় জামাতটির।