ফেনী জেলার অন্তর্গত দাগনভূঞা উপজেলা প্রবাসী দের সংগঠন “দাগনভূঞা প্রবাসী ফোরাম ” স্পেন শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।২৬ জুলাই শনিবার রাতে দাগনভূঞা উপজেলা স্পেন প্রবাসীদের এক ভার্চুয়াল সভার মাধ্যমে কমিটি গঠিত করা হয়।
কমিটি নিন্মরুপঃ
কমিটির সভাপতি মীর মোশাররফ হোসেন সুজন আহমেদ,সহ-সভাপতি-মো ফখরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক -জাকের হোসেন সুমন, কোষাধ্যক্ষ -শাহজাহান সাজু, নিবাহী সদস্য -শেখ আবদুল্লাহ আল পিয়াস,সাইফুল ইসলাম,নজরুল ইসলাম,মাসুদ আহমেদ,আইয়ুব খান,ইয়াসিন চৌধুরী,আমজাদ হোসেন তুহিন,সবুজ তাজ,এনাম উদ্দিন ,নুর হায়দার ,আবছার,রকিবুল হাসান,শাহজাহান শাহীন প্রমুখ।
নবগঠিত কমিটির সদস্যরা জানান, নিজ উপজেলা সহ নিজ নিজ এলাকা ভিত্তিক সামাজিক উন্নয়ন মূলক কাজের সাথে এবং দারিদ্র্য দূরীকরণ এ ভূমিকা রাখবে এ কমিটি ।
উল্লেখ্য যে পৃথিবীর ৩৮ টি দেশে ফেনী জেলার অন্যতম উপজেলা দাগনভূঞা উপজেলা প্রবাসীদের সংগঠন হিসাবে এই ফোরাম কাজ করছে।সামাজিক ও মানবিক বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য এই সংগঠনের অনেক সুনাম রয়েছে ফেনী জেলায়।